• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিচ্ছেদে ভয় পাই, সিঙ্গেল লাইফ এনজয় করছি : জাহারা মিতু


নাইস নূর
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:৩১ পিএম
বিচ্ছেদে ভয় পাই, সিঙ্গেল লাইফ এনজয় করছি : জাহারা মিতু
বইমেলায় জাহারা মিতু

‘নিষ্পাপ এই আমিকে সবাই ছুঁতে পারে না। যে ছুঁতে পায় সে রাখতে পারে না।’  নিজের লেখা কবিতার এই দুই লাইন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুদিন আগে পোস্ট করেছেন জাহারা মিতু। হালের জনপ্রিয় এই চিত্রতারকা এবার অমর একুশে বইমেলায় একটি কবিতা✃র বই প্রকাশ করেছেন। বইটি নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকার নিয়েছেন নাইস নূর

সংবাদ প্রকাশ : কেমন আছেন?
জাহারা মিতু : ভালো। কিন্তু এবার বইমেলায় একটু নার্ভাস লাগছে।

সংবাদ প্রকাশ : এর কারণ কী?

জাহারা মিতু : প্রতিবার বন্ধুদের সঙ্গে বইমেলায় আসতাম। আনন্দ হতো অনেক। ম🐻েলায় ঘুরোঘ🥀ুরি করতাম। পছন্দের লেখকদের বই কিনতাম। কোন চাপ ছিল না। এবার নিজের লেখা প্রথম বই বের হলো। একটু ভয় ভয় করছে। আবার আমি উচ্ছ্বসিতও।

সংবাদপ্রকাশ : বইয়ের নাম ‘প্রেমিকার নাম কবিতা’ কেন?

জাহারা মিতু : যাতে আমার পাঠকের🅘া বুঝতে পারেন এই বইটি শুধু প্রেমিকদের জন্য নয়। এটা সবার জন্য। যেহেতু আমি নারী। তাই অনেকে ভাবতে পারেন এই বইটি নির্দিষ্ট কোনো পাঠকের জন্য লেখা। বিষয়টা তা 🍸নয়। আমার জীবনবোধ ও দর্শন থেকে কবিতাগুলো লেখার চেষ্টা করেছি। তাই নারী-পুরুষ সবার কথা ভেবেই কবিতাগুলো লেখা। পাঠক বইটি পড়লে বুঝতে পারবে কেন এই নামকরণ।

সংবাদপ্রকাশ : বইটিতে কতগুলো কবিতা আছে?
জাহারা মিতু : ১০০টি।

সংবাদ প্রকাশ : লাইট, ক্যামেরা, অ্যাক♍শন সামলিয়ে লেখালেখির সময় পান কখন?

জাহারা মিতু : দেখুন, অনেকꦏে জানেন আবার অনেকে জানেন না যে, আমি  ছোটবেলা থেকেই লেখালেখি করি। ছড়া-কবিতা নিয়মিত লিখতাম। অনেক ম্যাগাজিনে সেগুলো প্রকাশও হয়েছে। ডায়েরিও লিখতাম। এখনো লিখ𝄹ি।

সংবাদ প্রকাশ : নতুন কী লিখছেন?
জাহারা মিতু : এবার একটা উপন্যাস লিখছি।

সংবাদ প্রকাশ : ফে🧜সবুকে ভালোবাসা দিবসেꦓ সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ‘আপনি সিংগেল’। প্রেম করছেন না কেন?

জাহারা মিতু : কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়েছে। এখন বিচ্ছেদে ভয় পাই। তাই সিঙ্গেল লাইফ এনজয় কর🍸ছি। পরিবারের সদস্য নিয়ে ভালো আছি তো। খারাপ কী!

সংবাদ প্রকাশ : সবশেষে জানতে চাই, মুক্তির অপেক্ষায় আপ൩নার চার-পাঁচটা সিনেমা রয়েছে। সামনের পরিকল্পনা কী?

জাহারা মিতু : নতুন করে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আপতত এসবের প্ꦕরস্তুতি নিচ্ছি। এর বাইরে লেখালেখি নিয়মিত করার ইচ্ছে আছে।

Link copied!