তরুণ নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমার মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু নায়ক আদর আজাদ ও শবনম বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমায় কাজ করে আলোচꦆনায় আসেন এই জুটি। এবার নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’ শিরোনামের সিনেমায় আদরের সঙ্গী হয়⛦ে ফের নতুন সিনেমায় আসছেন বুবলী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। পোস্টারে দেখা 🉐গেছে, বিশাল অস্ত্রাগারের মধ্যে একটি আলিশান চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছেন আদর আজাদ। চোখে চশমা, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘরের চারপাশে অস্ত্র আর অস্ত্র। ট্যাগ লাইনে লেখা ‘কেউ নি෴ষ্পাপ না’।
ই๊তোমধ্যে শুটিং শুরু হয়েছে সিনেমার, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্🌌তি দেওয়ার কথা রয়েছে।
আদর আজাদ ও শবনম বুবলী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন, আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, একে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ𒐪 বিন্দু প্রমুখ।
আদর আজাদের সর্বশেষ মুক্তিপ🌄্রাপ্ত সিনেমা ‘লিপস্ট𓃲িক’। এতে তার বিপরিতে ছিলেন পূজা চেরি।