• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘সৈয়দপুরের মানুষ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যাবেন’


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৪:৪০ পিএম
‘সৈয়দপুরের মানুষ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যাবেন’

রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, “আগামী বছর 𝓰শ🌞ীতে সৈয়দপুর-কক্সবাজার পথে সরাসরি ট্রেন চলবে। সৈয়দপুরের মানুষ ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে কক্সবাজার যেতে পারবেন।”

বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর টার্মিনালে সৈয়﷽দপুর-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভ🌺াষণে তিনি এ কথা বলেন।

বেসামরিক বিমানꦉ পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উদ্বোধনী অনুষ্🌼ঠানে সভাপতিত্ব করেন।

নূরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরকে আকাশপথে আঞ্চলিক হাব হিসে❀বে গড়ে তুলতে আগ্রহী। সে অনুযায়ী 🌟কাজ শুরু হয়েছে। সৈয়দপুর থেকে নেপাল, ভুটান ও ভারতের আকাশপথ অবারিত হবে।

সৈয়দপুর হচ্ছে উত্তরাঞ্চলের বাণিজ♚্যিক প্রাণকেন্দ্র, একে ঘিরে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার বলে তিনি উল্লেখ করেন।

রেলের উন্নয়নের বিষয়ে রেলমন্ত্রী বলেন, স্বাধীনতার পর সড়কপথ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। অথচ সম্ভাবনার খাত রেল সংকুচিত হয়েছে। এর বিস্তারে অনেকগু꧟লো মেগা প্রকল্প হাতে নিয়েছে। আগামী বছরের শীতে দোহাজারি-চট্টগ্রাম রেলপথের কাজ শেꦿষ হবে।

কেবল বিমানেই নয়, সৈয়দপুরের মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে ⛄ট্রেনে চেপে কক্সবা𒉰জার যাবেন বলে তিনি জানান।

Link copied!