• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেন্টমার্টিনে আটকা পড়েছেন ২৫০ পর্যটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৯:৫০ পিএম
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ২৫০ পর্যটক

বৈরী আবহাও♍য়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন প্রায় ২৫০ জন পর্যটক।

রোববার (১৭💎 অক্টোবর) রাতে কোস্টগার্ড পূর্ব জোন🦄ের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সিনিয়র ওই কর্মকর্তা জানান, আবাহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদে রাখার ব্যবস൲্থা নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে পর্য🎃টকদের টেকনাফের উদ্দেশে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, "সেন্টমার্টিন দ্বীপে যারা আটকা পড়েছেন তারা মূলত ২ থেকে ৩ দিন আগে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা স্পিডবোট ও ট্𝐆রলারে এসেছেন। রোববার (১৭ অক্টোবর) তাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবাহাওয়ার কারণে কোনো ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।"

আব্দুল মা൩লেক আরও বলেন, ";আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন।"

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, "মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি আবহাওয়া খারাপ থাকার কারণে। বৈরী আবাহাওয়া কেটে ♏গেলে সবাইকে ফিরে আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।"

Link copied!