• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভেঙে পড়া সেই বেইলি ব্রিজ অপসারণকাজ শুরু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৩:২১ পিএম
ভেঙে পড়া সেই বেইলি ব্রিজ অপসারণকাজ শুরু

সাভারের আমিনবাজারে তুরাগ 🦹নদে ভেঙে পড়া পরিত্যক্ত বꦬেইলি ব্রিজটি অপসারণের কাজ শুরু করা হয়েছে। 

এর আগে বেই🍰লি ব্রিজটি ভেঙে পড়ায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে এই রুটে নৌযান চলাচল বন্ধ ছিল।

শ🎶ুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দিকে নৌপথটি স্বাভাবিক করার লক্ষ্যে ভাꦇঙা বেইলি ব্রিজটি অপসারণের কাজ শুরু করা হয়।

এর আগে বেইলি ব্রিজটি ভেঙে পড়লে এক বিজ্ঞপ্তির🀅 মাধ্যমে ওই পথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞ🌼া জারি করে বিআইডব্লিউটিএ। 

এছাড়া নিরাপত্তার স্বার্থ🗹ে ভে꧑ঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং রাতে লালবাতি স্থাপন করা হয়েছে।

জানা য🍨ায়, ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ জেসমিন-টু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এছাড়া ভেঙে পড়া ব্রিজ অপসারণের জন্য ডুবুরি, ফা💙য়ার সার্ভিসের দল ও পরিত্যক্ত ব্রিজ কেটে সরানোর জন্য গ্যাস কাটার কর্মীরা উপস্থিত হয়েছেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার🦩 প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্রিজ উদ😼্ধারের মূল দায়িত্বে রয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার উৎপল ভট্টাচার্য বলেন, ༒“গতকাল🍨 ভেঙে পড়া ব্রিজটি ব্রিটিশ আমলের ছিল।”

তিনি আরও বলেন, “বর্তমানে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে। এটি আমরা উদ্ধারের চেষ্টা করছি। খুব দ্র﷽ুত এটি উদ্ধার করা হবে।”

উদ্ধার অভিযান সমাপ্𓃲ত হলে নৌযান চলাচল শুরু হবে বলেও 🤡জানান তিনি।

Link copied!