• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খুলনার দুদক কার্যালয়ে আগুন, পুড়েছে ফাইলপত্র


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২, ২০২২, ০৯:৫৬ পিএম
খুলনার দুদক কার্যালয়ে আগুন, পুড়েছে ফাইলপত্র

দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা বিভাগ🀅ীয় কার্যালয়ꦐের তৃতীয় তলায় ছয়টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাব পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভবনের জানালা হতে ধোঁয়া বের হতে দেখে পার্শ্ববর্তী দমকল বিভাগের দুটি ই🐓উনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আস✃ে।

দুদক খুলনা𒉰 কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ এসব তথ্য নꦜিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াদুদ বলেন, “বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশির ভাগ কর্মী বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়🦹া হয়। তারা এসে দরজার তালা এবং জানলার কাচ ভেঙে ৪৫ মিনিট চেষ্টার পℱর আগুন নেভায়।

বিদ্যুত🦄ের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফ✃ায়ার সার্ভিস।

Link copied!