• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মে ৯, ২০২২, ০৩:১৮ পিএম
কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

বরখাস্তের আদেশꦅ প্রত্যাহারের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত রেলওয়ের ভ্রাম্💎যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম (৩৮)।

সোমবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিট꧃িইজ হেডকোয়ার্টারে যোগ দেন। তার আগে সকাল ১০টার দিকে যোগ দিতে হেডকোয়ার্টারে পৌঁছান। 

রোববার (৮ মে) বিভাগীয় বাণি✱জ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়। যার কন্ট্রোল অর্ডার নম্বর ২৮৬। সেই আদেশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টিটিইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংশন হেডকোয়ার্টারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের ♈আবেদন করেন শফিকুল।

এক প্রতিক্রিয়ায় শফিকু𒉰ল বলেন, “কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে🤪 দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল (মঙ্গলবার) থেকে দায়িত্ব পালন করতে পারব।”

বৃহস্পতিবার (৫ মে) রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় কর🔴লে টিটিই শফিক✅ুলকে বরখাস্ত করা হয়। 

Link copied!