• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুরিতে ধরা পড়ায় ভাগিনী ও দুই নাতিকে হত্যা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৩:৫৮ পিএম
চুরিতে ধরা পড়ায় ভাগিনী ও দুই নাতিকে হত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই ছেলেকে হত্যার অভিযোগে আইয়ুব আলী ওরফ♋ে সাগর (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে প♐ুলিশ। 

সোমবার (৩ অক্টোবর)ꦓ দুপুরে হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে সংবাদ সম্মেলনে এ তথ্য ✅জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

এসপি আরিফ মণ্ডল জানান, আসামি আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎমামা-ভাগিনী। সাগর পেশায় একজন তাঁতি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্ত ছিলেন আইয়ুব। এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ভাগিনীর বাসায় টাকা ধার চাইতে যান এবং ভাগিনী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধ♋ান্ত নেন আইয়ুব।

চুরির একপর্যায়ে ভাগিনী রওশন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শিল-পাটার শিল দিয়ে বুকে আঘাত করেন ও গলা টিপে হত্যা নিশ্চিত করেন। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (৩)ღ জেগে গেলে তাদেরও হত্যা করেন সাগর। হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যান তিনি।

Link copied!