• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রূপপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যু


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৯:৫৩ পিএম
রূপপুরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ক্রেন থেকে লোহার পাইলিং সিট মাথার পড়ে এক নির্মাণ শ্র🎶মিꦡকের মৃত্যু হয়েছে। ;

বৃহস্পতি🐠বার (৭ এপ্রিল) বিকেলে ঈশ্বরদীর পাকশীতে রূপপুর 🍃প্রকল্পের এক নম্বর ব্লকে টারবাইন বিল্ডিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

রূপপু🦩র প্রকল্পের সাইট ইনচ𝐆ার্জ রুহুল কুদ্দুস শ্রমিক মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

൩তিনি জানান, নিহত শ্রমিক রূপপুর প্রকল্পে একটি বিদেশি সাব-ঠিকাদার প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ওই শ্রমিকের নাম বিল্লাল প্রধান (২৯)। তিনি কিশꦬোরগঞ্জের বাজিতপুরের বুড়িকান্দা▨ গ্রামের ইসমাঈল প্রধানের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে নির্মান শ্রমিকের কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জা♒না গেছে, বৃ♒হস্পতিবার বিকেলে রূপপুর প্রকল্পের ভেতরে টারবাইন বিল্ডিংয়ের কাছে ক্রেন দিয়ে মালামাল ওঠানামার কাজ করছিলেন বিল্লাল। এ সময় হঠাৎ লোহার একটি পাইলিং সিট ক্রেনের কম্বাইন্ড থেকে সংযোগ ছিড়ে বিল্লালের মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রূপপুর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, “মরদেহের ডাক্তারি পরীক্ষার জন্য বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওখান থেকে মরদেহ আনার পর প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে আমরা আইনগত ব♑্যবস্থা গ্রহণ কর🐼ব।”

Link copied!