• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৬:৩৯ পিএম
শিশু হত্যার দায়ে চাচির যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায়  রিফাত নামে চার বছরের এক শিশু হত্যা মামলায় চাচিকে যাবজ্জীবন কারাদণ্ড ꩲদিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আܫদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন😼  এ রায় দেন।

হত্যার শিকার চার বছরের রিফাত চকরিয়ার খুটাখালীর ছৈয়দ আক🏅বরের ছেলে। দণ্ডিত জাকিয়া সুলতানা লালু ছৈয়দ আকবরের ছোট ভাই ছৈয়দ হোসেনের স্ত্রী।

সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ম✱োজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০১২ সালে𒆙র ৭ অক্টোবর জাকিয়া তার ভাতিজা রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দেন।  পুলিশ রিফাতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় চাচিকে গ্রেপ্তার করা হয়। পরে রিফাতের বাবা ছৈয়দ আকবর বাদী হয়ে আটক জাকিয়াকে একমাত্র আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। ২০১৩ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার তৎকালীন ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জাকিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রিফাতের বাবা ছৈয়দ আকবর  বলেন, “আমার স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের বউ জাকিয়া সুলতানার  🎉ঝগড়া হতো। আমি আর স্ত্রী বাড়ি না থাকার সুযোগে  আমার ছেলেটাকে হত্যা করে টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দিয়েছিল জাকিয়া । আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি।”

Link copied!