• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফের বেড়েছে তিস্তার পানি


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ১০:০০ পিএম
ফের বেড়েছে তিস্তার পানি

উজানে ভারি বৃষ্টিপাতের কারণে ফের বেড়েছে ত𒆙িস্তা নদীর পানি। সেইসঙ্গে ♛তলিয়ে গেছে লালমনিরহাট জেলার তিস্তা চরে লাগানো মরিচ, পেঁয়াজ, রসুনসহ নানা ফসলের ক্ষেত।

রোববার (৩ এপ্রিল) বিক🐟েল ৩টায় জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ ছিল ৫১ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপদসীমার ১৫০ সেন্টিমিটার নিচে।

এর আগে গত ২৮ মার্চ হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে তিস্তার চরে লাগানো বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর সেই পানি নেমে যাওয়ার পরপরেই আবারও বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তার বুকে চাষাবাদ করা ফসল ডুবে যাওয়ায় ক্ষতির মুখে প💫ড়েছেন চাষিরা।

কৃষকরা বলছেন, “প্রতিবছর শীতকালে পানি কমে যাওয়ার পর তারা✃ তিস্তার বালুকাময় প্রান্তরে নানারকম ফসল চাষ করেন। এবার চ🐲ৈত্র মাসে হঠাৎ তিস্তার পানি বাড়ায় কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে।”

তিস্তা ব্যারেজ এলাকার পেঁয়াজ চাষি দেলোয়ার হোসেন বলেন, “জীবনেও দেখিনি চৈত্র-বৈ💛শাখ মাসে তিস্তার পানি বাড়ে। পানি বাড়ার কারণে আমার ছয় বিঘা পেঁয়াজ ক্ষেত ডুবে নষ্ট হয়েছে। এতে আমার ৩০ হাজার টাকা লোকসান হয়েছে।”

দেলোয়ার হোসেন আরও বলেন, “আমি অভাবী মানুষ। নিজের জায়গা-জমি নেই। তাই তিস্তার বুকে চাষাবাদ ক🅺রে জীবনযাপন করি। এখন আমার অনেক ক্ষ꧟তি হলো।”

🧸তিস্ত🦹াপারের আরেক কৃষক কদম আলী বলেন, “রোববার সকাল থেকে তিস্তার উজানে পানি বেড়েছে। গত সাতদিনের চেয়ে এখন বেশি পানি রয়েছে।”

উপজেলার গড্ডিমারী ইউনিয়নের কৃষক আ🃏ব্দুল জলিল বলেন, “তিস্তার চরের প্রায় ছয় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। নদীর পানি বাড়ায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩২ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন আমরা অসহায় হয়ে পড়ছি।&rdquo♔;

জানতে চাইলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বℱলেন,ꦦ “রোববার সকাল থেকে উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বেড়েছে। তবে বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।”

পানি উন্নয়ন বোর্ডের এই ꦜনির্বাহী প্রকৌশলী আরও বলেন, “তিস্তা ব্যারেজ এলাকায় বর্তমানে ছয় হাজার কিউসেক পানি রয়েছꦏে। তবে পানি বৃদ্ধির ফলে তিস্তার বুকে চাষ করা কিছু ফসলের ক্ষতি হয়েছে।”

লালমনিরহাট কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, “তিস্তায় পানি আবারও বৃদ্ধি পেয়ে ফসলের ক্ষতি হয়েছে বলে শুন🦋েছি। রং🌞পুরে মিটিংয়ে আছি। সোমবার (৪ এপ্রিল) কৃষকদের খোঁজ-খবর নেওয়া হবে।”

Link copied!