• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাশফুলের শুভ্রতায় সেজেছে নোবিপ্রবি


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৪:১৩ পিএম
কাশফুলের শুভ্রতায় সেজেছে নোবিপ্রবি

ন💞ীল আকাশে চলছে সাদা-কালো মেঘের লুকোচুরি। নিচে ধরণীর বুকে উঁকি ঝুকি দিচ্ছে কাশফুল।  কাশফুলের শুভ্রতায় মনে হচ্ছে, আকাশের সাদা ঘন মেঘ পেঁজা তুলোর মতো ধরণীতে নেমে আসে কাশফুল হয়ে! মুগ্ধতার এꩵই চিত্র দেখা গেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)।

দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল নোবিপ্রবির ক্যাম্পাস। ইটপাথরে গড়া ক্লাসরুমগুলো শিক্ষার্থীদের পদচারনা পেয়েছে বহুদিন পর। তবে বন্ধ ক্যাম্পাসেই মুখরিত ছিল কাশফুলের শুভ্রতা। মেঘের সঙ্গে কাশফুলের মৃদূ বাতাস অনন্য এক মাত্রা দিয়েছে প্রকৃতিতে। এ যেন শুভ্র শাড়িতে মুড়িয়েছে ১🔜০১ একর।

নোবিপ্রবির আকাশে ধবধবে সাদা মেঘের শতদল আ🅺র মাটিতে মৃদু বাতাসে দোল🅰 খাওয়া কাশফুল সৃষ্টি করেছে অপরূপ সৌন্দর্য্য। ভিন্ন ভিন্ন ঋতুতে হরেক রকম সাজে সেজে থাকে নোবিপ্রবি। কাশফুলে এই শুভ্রতা দেখতে দূর থেকে ছুটে আসছেন অনেক মানুষ।

কাশফুলের শোভন চিত্রে প্রিয়তমার মধুর আলীঙ্গন কপোত-কপোতির প্রেমে এনে দেয় নব্য স্নিগ্ধতা। গিটার হাতে বন্ধুর গান আর সবার মেলানো সূর, আড্ডায় গভীর তৃপ্তি জাগায়। শুভ্র শিউলি ফুল নিয়ে জাতীয় কবি গেয়েছেন, 'শিউলি ফুলের মালা দোলে,শারদ রাতের বুকে ঐ'।

কাশফুলের মাঝে খোশগল্পে মেতে উঠা তরুণদের 'গ্রুপ আড্ডা' যেন প্রকৃতির মায়া আরও উৎফল্লিত হয়। শরতের কাশফুলের সৌন্দর্য্যকে স্মৃতিতে ধারণ করে রাখতে চলে ফটোশুট। কাশফুলের চিত্রকে ভিন্ন ভিন্ন উপায়ে ক্যামারা বন্দি করছেন ফটোগ্রাফাররা।

কাশফুলের উদ্ভিদতাত্🙈ত্বিক বৈজ্ঞানিক নাম  Saccharum spontaneum. এরা ঘাসজাতীয় জলজ উদ্ভিদ। চিরল পাতার দুই ধারে খুবই ধার। পালকের মতো নরম এর সাদা ফুল।

শুভ কাজে কাশফুলের পাতা বা ফুল ব্যবহার করা হয়। মূল ব্যবহার হয় ঔষধি হিসেবে। কাশফুলের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে🥂।ܫ যেমন- পিত্তথলিতে পাথর হলে নিয়মিত গাছের মূলসহ অন্যান্য উপাদান দিয়ে ওষুধ তৈরি করে পান করলে পিত্তথলির পাথর দূর হয়। কাশমূল বেটে চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয়। এছাড়াও শরীরে ব্যথানাশক, ফোঁড়ার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয়।

নোবিপ্রবির শিক্ষার্থীরাও বেশ উচ্ছসিত। আইন বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, "দীর্ঘদিনের দূরত্বে ক্🍒যাম্পাসের ছোঁয়া লাগꦫানো সুর, বন্ধুদের সাথে আড্ডা, অবসর সময়ে খেলাধূলা সত্যিই অনেক মিস করেছি।“

কাশফুলের বদৌলতে প্রাকৃতিক সৌন্দর্যে ক্যাম্পাস ফুটে উঠেছে। দখিনা বাতাসের সঙ্গে প্রকৃতির সুরের  মেলবন্ধন। রৌদ, বৃষ্টি, মেঘ, যাইহোক না কেন কাশফুল দাড়💜িয়ে থেকে সবাইকে সৌন্দর্য প্রদর্শন করে। মেঘলা আকাশে কাশফুল যেন নোবিপ্রবির সৌন্দর্যকে আরো আকর্ষণী﷽য় করে তোলে।

শিক্ষার্থীদের স্পর্শে কাশফুল প্রাণ ফিরে পাচ্ছে। আড্ডা, গানে আর কাশফুলের শুভ্র𒊎তায় ক্যাম্পাস হ⛄য়ে উঠবে প্রাণচঞ্চল।

Link copied!