• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা কমেছে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৫২ পিএম
সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা কমেছে!

সুইডেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেবনেকেইজ। ধীরে ধীরে বিশাল আকৃতি ধারণ ক൲রা এই পর্বতশৃঙ্গটির উচ্চত🦂া কমতে শুরু করেছে।

ভূতত্ত্ববিদেরা সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। তারা জানান, উষ্ণ আবহাওয়ায় উচ্চতা হারা⭕চ্ছে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেবনেকেইজ।

ভূতত্ত্ববিদেরা জানান, কেবনেকেইজ হিমব♛াহের বরফ খুব দ্রুত গলতে শুরু করেছে। এতে কেবনেকেইজ হিমবাহের শৃঙ্গের উচ্চতা কমছে।

চলতি বছর ১৪ আগস্ট পর্বতশৃঙ্গটি নতুন করে পরিমাপ করা হয়। পরিমাপে দেখা যায়, গত এক বছরে প্রায় সাড়ে ৬ ফুটের মতো উচ্চতা হারিয়েছে পর্বতশৃঙ্গটি। এর  দক্ষিণ শৃঙ্গের🌺 উচ্চতা কমে এসেছে। তবে উত্তর শৃঙ্গের উচ্চতা এখনও একই রকম রয়েছে।

১৯৪০ সাল থেকেই নিয়মিত পরিমাপ করা হচ্ছে🍰 কেবনেকেইজ পর্বতশৃঙ্গের উচ্চতা।

বিজ্ঞানীরা জানিয়েছেন,𓆉 পুরো পর্বতশৃঙ্গটি বরফে ঢাকা নয়। যে অংশটি🌜তে বরফ রয়েছে সেখানেই উষ্ণায়নের জন্য দ্রুত গলতে শুরু করেছে। সেই সঙ্গে কমছে উচ্চতা।

সুইডেনের সর্বোচ্চ পর্বত কেবনেকাইস ল্যাপ𝓰ল্যান্ডে অবস্থিত। এর দুটি প্রধান চূড়া রয়েছে। হিমবাহী দক্ষিণ শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২১২০ মিটার (৬৯৬০ ফুট) সর্বোচ্চ ছিল। কিন্তু গত ৫০  বছরে এটি ২৪ মিটার সঙ্কুচ✅িত হয়েছে। উত্তরপৃষ্ঠটি বরফমুক্ত। এর শিখর ২০৯৬.৮ মিটার (৬৮৭৯ ফুট)।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!