• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অজিদের টপকে ছয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৭:৫০ পিএম
অজিদের টপকে ছয়ে বাংলাদেশ

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতে সুখবর পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে জিতে আইসিসির টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ের সাতে উঠে এসেছিল টাইগাররা। আর জয়ের ধারা অব্যাহত থাকলে আরও কয়েক ধাপ উপরে উঠবে বাংল🍸াদেশ।

এ ম্যাচ জিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়েছে ২৪১। তাতে অস্ট্রেলিয়াকে (২৪০) টপকে তালিকায় ছয়ে উঠে এসেছে টাইগাররা। আর সিরিজটি যদি টাইগাররা ৪-০ ব্যবধানে জেতে, তাহলে 𝕴দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে পাঁচে উঠে𝓡 যাবে বাংলাদেশ। 

এদিকে ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। তারপরেই আছে পাকিস্তান। তা⛎দের রেটিং পয়েন্ট ২৬১। পাকিস্তানের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চারে আছে নিউজিল্যান্ড (২৬০)। পাঁচে থাকা দক্ষিণ আফ্♔রিকার পয়েন্ট ২৪৬।

র‌্যাঙ্কিংয়ের ৮, ৯ ও দশে আছে যথাক্রমে আফগানিস্তান (২৩৬), শ💮্রীলংকা (২৩৫༺) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৪)।

এই ম্যাচ আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২৩৮। যার মধ্য দিয়ে প্রথমবার༒ের মতো র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে আসে টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্ট🐷ি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

Link copied!