হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার রাতে বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। মানবতাবিরোধী আগ্রাসী এই দেশের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এꦗনামুল হোসেন রাজীব।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেছেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪–এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে ಌঅংশগ্রহণ করতে পারে? কালকে (শনিবার) তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।’
দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়ু খেলেন। দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে। রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক স🅘ৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এজন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব ও চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।’
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে দীর্ঘদিন লেখা ছিল– ‘ইসরায়েল ব্যতীত অন্য সকল দেশে ভ্রমণের জন্য প্রযোজ্য।’ সাম্প্রত🐠িক সময়ে অবশ্য সেই লেখা নেই। ইসরায়েলের সঙ্গে বৈশ্বিক মঞ্চে খেলা পড়ে যাওয়া বিব্রতকর হলেও টুর্নামেন্টের স্বার্থে বাংলাদেশ খেলবে বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নির্দেশনা নেই এই সংক্রান্ত এবং অলিম্পিয়াডে এই রাউন্ডে না খেললে বাংলা☂দেশ আরও পিছিয়ে পড়বে। বাংলাদেশের অন্য তিন দাবাড়ু খেলবে, রাজীবের সঙ্গেও কথা বলব।’