• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ছেলেকে গোল উৎসর্গ রোনালদোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:১৩ পিএম
এবার ছেলেকে গোল উৎসর্গ রোনালদোর
রোনালদোর গোল উদযাপন। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চ♛িয়ানো রোনালদোর  গোলের পর ‘সিউ’ উদযাপন দেখেই অভ্যস্ত ভক্তরা। মাঝে মাঝে এর ব্যতিক্রম কিছু হলেও খারাপ হয় না।

সেটি ভেবেই বছরের পর বছর একইꦆ উদযাপন দেখে আসা ভক্তদের একঘেয়েমি কাটাতে এবার নতুনত্ব আনলেন রোনালদো। প্রথমে তাকে দেখে এমনটাই মনে হয়েছিল। পরক্ষণেই উন্মোচিত হলো অন্য ঘটনা-উদ্দেশ্য।

শুক্রবার সৌদি প্রো লিগের নিয়মিত সেশনে আল ইত্তেফাকের বিপক্ষে গোলের পর বরাবরের মতো ‘সিউ’ উদযাপন করেন রোনালদো। এরপর গ্যালারির দিকে তিন আঙুল তুলে অন্য কিছু ইঙ্গিত করেন পর্তুগিজ তারকা। মূলত, ছেলে রোনালদো জুন🦹িয়রের উদ্দেশে এই উদযাপন করেন সিআরসেভেন। দলের হয়ে প্রথম গোল করে তা ছেলেকে উৎসর্গ করেন রোনালদো।

এদিন রোনালদোরা ম💝াঠে নামার আগে আল নাসরের জুনিয়র দলের হয়ে দুটি গোল করেছিলেন রোনালদো জুনিয়র। বাবা-ছেলে মিলে আল নাসরের হয়ে একই দিনে ৩ গোল করলেন, এমন বার্তায় দিয়েছিলেন রোনালদো।

ছেলেকে রোনালদোর গোল উৎসর্গের দিনে ৩-০ গ📖োলে জয় পেয়েছে আল নাস🀅র।

এদিন আ💧ল নাসরের ডাগআউটে প্রথমবারের মতো দাঁড়িয়েছিলেন স্টেফানো পিওলি। অভিষেক ম্যাচ দারুণভাবে রাঙালেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাবেক এই কোচও।

অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গ🦋োলটি করেন তিনি। বাকি দুই গোল করেন সালেম আল নাজদি (৫৬ মিনিটে) ও অ্য🦩ান্ডারসন টেলিস্কা (৭০ মিনিটে)।

Link copied!