বিশ্বকাপে ⭕দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এক কথায় উড়িয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। আর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টাও এসেছে হেসে-খেলে। তৃতীয় ম্যাচে শুক্রবার (১৩ অক্টোবর) তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। যারা আফগানদের বিপক্ষে জয় পেলেও, বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ডের সঙ্গে। তব🃏ে এই ম্যাচ নিয়েও সতর্ক নিউজিল্যান্ড দল। তবে স্বস্তির খবর টাইগারদের বিপক্ষে ফিরছেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে কেন ফিরলেও দলের আরেক অন্যতম সদস্য পেসার টিম সাউদিকে এই ম্যাচেও পাওয়ার সম্ভাবনা নেই কিউইদের। বিশ্বকাপ শুরুর পর আজই প্রথম সংবাদ সম্মেলনেও উপস্থিত কিউই অধিনায়ক কেন।
সেখানেই তার কাছে প্রশ্ন আসে প্রতিপক্ষ বাংলাদেশকে কেমন দেখছেন? তার উত্তরেꦰ কেন বলেন, “নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে তারা খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েকজন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ও আছেন। আর আমি ঘুরিয়েফিরিয়ে এটিই বলি, বৈশ্বিক টুর্নামেন্টে এলেই দেখবেন এমন অনেক দল থাকে,𓄧 যারা কন্ডিশনভেদে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ের সহায়তায় একে অপরকে হারাতে পারে।”
বাংলাদেশ দলের ট্যাকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। উইলিয়ামসনের☂ কাছে জানতে চাওয়া হয়েছিল, তার ভূমিকা প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে উইলিয়ামসনের উত্তর, “হ্যাঁ, অবশ্যই। ভেন্যুর ক্ষেত্রে স্থানীয় কেউ তো কাজে লাগেই। আর যে দেশে আছেন সেই দেশ নিয়েও ভালো ধারনা পাওয়া যায়। আমার মনে হয় সব দলই যতটা সম্ভব হোমওয়ার্ক করে এসেছে এবং অভিজ্ঞতারও দ্বারস্ত হয়েছে। তাই আমি মনে করি অবশ্যই স্থানীয় কোচ থাকলে তাতে লাভবান হওয়া যায়।”
চেন্নাইয়ের উইকেটে বাড়তি সুবিধা পেয়ে থাকে স্পিনাররা। উইলিয়ামসনের মতে এই ম্যাচের পার্থক্যও গড়ে দিতে পারে দুই দলের স্পিনাররা। কিউই অধিনায়ক বলেন, “এটা আমাদের জন্য আসলেই কিছুটা চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন, এটা এমন একটা ফরম্যাট যেখানে যেকেউ, যেকাউকেই হারিয়ে দিতে পারে। এতে কোনো সন্দেহ নেই যে, দুই দলের বেশ কিছু ভালো স﷽্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে♌ কি করতে পারি, আমাদের প্লেয়াররা কি করতে পারে সে দিকেই আমাদের নজর থাকবে।”