• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন ফিটনেস কোচের সঙ্গে কাজ শুরু রাদুকানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০২:৪৩ পিএম
নতুন ফিটনেস কোচের সঙ্গে কাজ শুরু রাদুকানুর
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

২🥂০২১ সালের ইউএস ওপেন জয়ী ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু তার নতুন ফিটনেস কোচ জাপানের ইউটাকা নাকামুরার সাথে কাজ শুরু করেছেন। নাকামুরা রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা এবং জাপানের টেনিস 🐲তারকা নাওমি ওসাকার ফিটনেস কোচ হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেন।

২২ বছর বয়সী রাদুকানু নতুন মৌসুমের আগে উষ্ণ আবহাওয়ায় প্রশিক্ষণের জন্য আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাবেন। আর তি🐠নি বলেছেন নাকামুরা আগামী এক বছরের বেশিরভাগ সময় তার সাথে থাকবেন।

কিশোরী থাকা অবস্থায় ইউএস ওপেন জেতার পর থেকেই ইনজুরি কারণে রাদুকানুর ক্যারিয়ারে বেশ ভাটা পড়েছে। তিনি ১০ নম্♛বর থেকে এখন বিশ্ব র‌্যাংকিংয়ে ৫৮ নম্বরে অবস্থান করছেন। এখন তিনি অনেকটাই ইনজুরিমুক্ত এবং নিজেকে নতুনভাবে তৈরি করতে চাচ্ছেন।

মাত্র কিছুদিন আগে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে রাদুকানু বুঝতে পেরেছেন একজন উচ্চমানের ফিটনেস &nbs🐷p;  বিশেষজ্ঞের সঙ্গে তার কাজ করা জরুরী হয়ে পড়েছে🅘। তাই তিনি নাকামুরাকে বেছে নিয়েছেন।

রাদুকানু বলে🅰ন, ‘আমি মনে করি তিনি (নাকামুরা) আমাকে সত্যই সাহায্য করতে পারবেন। আমি আরও মনে করি, এখনো টেনিসে আমার অবদান রাখার অনেক জায়গা রয়েছে।’

লন্ডনের ন্যাশনাল টেনিস সে🎃ন্টারে রাদুকানু তার কোচ নিক কাভাড এবং ফিটনেস কোচের সঙ্গে কাজ করছেন।  

রাদুকানু ডিসেম্বরের অকল্যান্ড আসরে খেলবেন এবং জানুয়ারীতে অ্যাডিলেড টুর্নামেন্✃টেও খেলার আশা করছেন। তারপর তিনি বছরের প্রꦍথম গ্রান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবেন।

Link copied!