বৈশ্বিক টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে বাজিমাত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)ꦿ দল রংপুর রাইডার্স। তারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, প্রাইজমানি জিতেছে প্রায় ৬ কোটি টাকা (৫ লাখ ডলার)।
এ তো গেল শিরোপা জয়ের পুরস্কার। এꩲ ছাড়া টুর্নামেন্টে দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। সেসব ম্যাচের জন্যও বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি আলাদা অর্থ ✅পুরস্কার পেয়েছে। লিগ পর্বের দুটি ম্যাচ জিতে তারা পায় নির্ধারিত ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখ টাকা। অর্থাৎ, সবমিলিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থ পকেটে পুরেছে গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হয় রংপুর ও অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভিক্টোরিয়া। আগে ব্যাট 🔥করতে নেমে সোহান-সৌম্যদের রংপুর ৩꧃ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে। জবাবে ভিক্টোরিয়া ক্লাব ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। ফলে ৫৬ রানের জয়ে শিরোপা উৎসবে মাতে রংপুর।
প্রসঙ্গত, বিপিএলের ২০১৭ আসরে প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল রংপুর ফ্র্যাঞ্চাইজি। অবশ্য সেই সময় মালিকানা ভিন্ন ছিল রংপুরের, নামও ছিল ভিন্ন ‘রংপুর রেঞ্জার্স’𝐆। সেই সꦯময় দলটি ছিল আইস্পোর্টস লিমিটেডের মালিকানায়। পরে ২০২৩ আসর থেকে বসুন্ধরার মালিকানায় তারা রংপুর রাইডার্স নামে নতুন যাত্রা শুরু করে।