ভারতকে দেশের ৫৩ দশমিক ৬ শতাংশ মানুষ পছন্দ করেন। অন্যদিকে পাকিস্তানকে পছন্দ করেন ৫৯ শতাংশ মানুষ। আর পছন্দ করেন না ২৮.৫ শতাংশ মানুষ। ভ꧒য়েস অব আমেরিকা বাংলার এক জনমত জরিপে এꦡ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি ভয়েস অফ আমেরিকা ভারত, পাকিস্তান, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশকে বাংলাদেশিরা কেমন পছন্দ করেন তা নিয়ে একটি জরিপ করেন। জরিপটি অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখে হয়। জেরিপের ফলাফল থেকে🦩 দেখা যায়, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।
জরিপটিতে ১৮ বা তার বেশি বয়সী এক হাজার মানুষ অংশ ন𝓡িয়েছেন। এই এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ ও ২ মিলে হয় ‘পছন্দ’ আর ৪ ও ৫ মিলে ‘অপছন্দ।ℱ’
উত্তরদাতা𒆙দের ৫৩ দশমিক ৬ শতাংশ ভারতকে ও ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ স্কেলে বাছাই করেন। তবে অপছন্দের দিক দিয়ে উত্তরদাতাদের ২৮ দশমিক ৫ শতাংশ পাকিস্তানকে এবং ভারতকে ৪১ দশমিক ৩ শতাংশ মানুষ ‘অপছন্দ’ করে মত দেন। আর বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হ𝓰চ্ছে মিয়ানমার। মিয়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯ দশমিক ১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪ দশমিক ৫ শতাংশ রায় দেয়।
অন্যান্য বাছাই 🅰করা দেশের মধ্যে, ‘পছন্দ’ স্কেলে সবচেয়ে বেশি ভোট পায় যুক্তরাষ্ট্র (৬৮.৪ শতাংশ), এরপর চীন (৬৬ শতাংশ), রাশিয়া (৬৪ শতাংশ) এব🐭ং যুক্তরাজ্য (৬২.৭ শতাংশ) ।
ভয়েস অব 🍸আমেরিকার এই জরিপে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশ ছিলেন মুসলিম। উত্তরদাতাꦦদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে।
মুসলমান উত্তরদাতাদের মধ্যে ৪৪ দশমিক ২ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করে আর♍ ৫০ দশমিক ৭ শতাংশ পছন্দ করে। অন্যদিকে অমুসলিমদের মধ্যে অপছন্দের মাত্রা কম দেখা যায়। অমুসলিম (হিন্দু, ক্রিস্টান ও বৌদ্ধ) উত্তরদাতাদের মাত্র ৪ দশমিক ২ শতাংশ ভারতকে ‘অপছন্দ’ করেন। পছন্দ করার সংখ্যাটা বেশ বড়, ৯০ দশমিক ১ শতাংশ অমুসলিম ভারতকে পছন্দ করেন। আর মুসলিমদের মধ্যে ৫০ দশমিক ৭ শতাংশ।
আবার পাকিস্তা🐓নের ক্ষেত্রে দꦆেখা যায় ‘পছন্দ’ স্কেলে ভোট দেন মুসলিম উত্তরদাতাদের ৬০ দশমিক ১ শতাংশ আর অমুসলিম উত্তরদাতাদের ৪৪ দশমিক ১ শতাংশ।