• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৌদি প্রো লিগ

রোনালদোর নাসরকে হারিয়ে দিয়েছে বেনজেমার ইত্তিহাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০১:২৮ পিএম
রোনালদোর নাসরকে হারিয়ে দিয়েছে বেনজেমার ইত্তিহাদ
ম্যাচ শুরুর আগে শুভেচ্ছা বিনিময় রোনালদো ও বেনজেমার। ছবি : সংগৃহীত

সৌদি আরবের প্রো ফুটবল লিগ সাবেক দুই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে মুখোমুখি দাঁড় করাল শুক্রবার রাতে। যেখানে দুজনেই গোল পেয়েছেন। তবে শেষ হাসি হেসেছে বেনজেমার আল-ইত্তিহাদ। রোনালদোর আল-নাসরকে ২-১ গোলে﷽ হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে বল দখলেജ এগিয়ে থাকলেও, অতিরিক্ত সময়ের গোলে হার মানতে হয়েছে রোনালদোদের।

লিগ শিরোপা জয়ের স্বপ্নপূরণে⭕ আগেই দূরে ꦦঅবস্থান করছিল আল-নাসর। সেই ব্যবধান আরও বাড়লো।

রোনালদো যখন নিজের ছন্দ খুঁজতে মরিয়া, সেই সময় আক্রমণভাবে বেশ দারুণ ছিল সাদিও মানের পারফরম্যান্স। যদিও গোল পাওয়া হচ্ছিল না। সেনেগালিজ তারকাই একটি দারুণ সুযোগ হাতছাড়া করেছেন। ফলে প্রথমার্ধে কোনো দলই স্কোরশিটে নাম তুলতে পারেনি। ম্যাচের প্রথম গোলটি আসে ৫৫ তম মিনিটে। ইত্তিহাদকে লিড এনে দেন বেনজেমা। মিনিট দুয়েক পরই সমতায় ফেরে আল-নাসর। সতীর্থের বাড়ানো বল ধর🐬ে ডি বক্সে এক স্পর্শেই জালে জড়ান রোনালদো। যা পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ ফরোয়ার্ডের ৯১৬তম গোল। চলতি বছরেই ক্লাবের হয়ে তিনি ৫০ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) রেখেছেন।

ম্যাচ ড্র দিয়ে শেষ হতে হতেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী আল-নাসর। যোগ করা সময়ের প্রথম মিনিটে🍰 আল-ইত্তিহাদের জয় নিশ্চিত করা গোল করেন স্টিভেন বার্জউইন। এই জয়ে শীর্ষে থাকা ইত্তিহাদের পয়েন্ট ৩৬। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। ২৫ পয়েন্ট নিয়ে আল-নাসর চারে রয়েছে।

Link copied!