সিলেট পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখ𝄹ন হোম অফ ক্রিকেট মিরপুরে। চলতি বিপিএলে এখন পর্যন্ত তিনটি দল শেষ চার নিশ্চিত করতে পেরেছে। বাকি দলটি নিশ্চিত হয়ে যেতে পারে ঢাকায় শেষ পর্বের প্রথম দিনই।
এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। সবার আগে শেষ চা🌳র নিশ্চিত করেছে দলটি। এছাড়া সমান ১২ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে বরিশাল ও খুলনা টাইগার্স। পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ে থাকতে খুলনার বিপক্ষে বরিশালের জয়ের 🅘প্রয়োজন রয়েছে। অন্যদিকে চলতি আসরে মাত্র দুই জয় পাওয়া খুলনার কার্যত প্লে অফের স্বপ্ন আগেই ভেঙে গেছে। এরপরও আসরে টিকে থাকতে বরিশালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির।
একই দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত চলতি আসরে রংপুরের জয় ৫টি আর ঢাকার ৩টি। তবে রংপুরের সাম🦩নেই আগামীকালই প্লে অফ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ।
শুক্রবার ঢাকার বিপক্ষে জয় পেলেই প্লে অফ নিশ্চিত হবে রংপুরের। এদিকে রংপুর জয় পেলেই সাথে সাথে টুর্নামেন্ট থেকে শুধু খুলনা নয়, ঢাকা ও চট্টগ্রাম চ্যাল💮েঞ্জার্সেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে।
এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে এগিয়ে রয়েছে মাশরাফির সিলেট। ১০ ম্যাচে দলটির ৮ জয়ে দলটির সংগ্রহ ১৬ পয়েন্ট। অন্যদিকে দুই 🧸নম্বরে থাকা বরিশালের ৯ ম্যাচে ছয় জয়ে সংগ্রহ ১২ পয়েন্ট।
সিলেটের বাকি দুই ম্যাচ আর বরিশালের বাকি তিন ম্যাচ। সিলেট যদি বাকি থাকা দুই ম্যাচই জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ২০। তখন নিজেদের তিন ম্যাচে জয় পেলেও দ্বিতীয় স্থানে থেকেই প্লে অফ খ𓆉েলতে হবে বরিশালকে।
অন্যদিকে সিলেট যদি এক ম্যাচও হারে, এক ম্যাচ জয় পায় আর বরিশাল তিন ম্যাচই জিতে যায় সেক্ষেত্রে রান রেটে🥀 নির্ধারিত হবে কে থাকবে পয়েন্ট তালিকায় শীর্ষে।
এদিকে কুমিল্লারও ৯ ম্যাচে ছয় জয়ে সংগ্রহ ১২ পয়েন্ট। ফলে দ্বিতীয় স্থান নিয়ে কুমিল্লার সঙ্গেও লড়াই হবে বরিশালের। দুই দলেরই তিন 🍒ম্যাচ বাকি,♈ ফলে সব ম্যাচই এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ।
বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ এক ও দুই নম্বর মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এই ম্যাচ থেকে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে আর পরা🧸𒆙জিত দলের সামনে থাকবে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ।
পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ🙈 দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। যেখানে হারলেই বাদ আর জিতলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফারে। যেখানে তাদের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল।