• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৪:১০ পিএম
বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি
বিশ্বকাপ খেলতে যাবার আগে বিমানবন্দরে এক সঙ্গে বাংলাদেশ দল। ফাইল ছবি

৫ অক্টোবর ভারতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। আর তার দুই দিন পর ৭ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দ🙈িয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ইতোমধ্যে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে, মূল আসর শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে অফিশিয়াল প্র🅘স্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল।

বিশ্বকাপে🌳র আগে দুইটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদে🍨শ দল।

বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশই দুইটি করে ✃প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। কন্ডিশনের সঙ্গে ম𒁏ানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে তারা এই ম্যাচগুলোতে মাঠে নামবে। বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০ টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। ভারতের তিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারিতও হবে টিভিতে।

প্রস্তুতি ম্যাচের সূচি :

তারিখ             ম্যাচ     ভেন্যু
২৯ সেপ্টেম্বর  ꦫবাংলাদেশ বনাম শ্রীলঙ্কা        &nb♎sp; গৌহাটি
২৯ সেপ্টেম্বর  দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান             থিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বর  নিউজিল্যান্ড বনাম পাকিস্তান  হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর  ভারত বনাম ইংল্যান্ড   গৌহাটি
৩০ সেপ্টেম্বর  অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস             থিরুভান্থাপুরাম
৩০ সেপ্টেম্বর  অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস             থিরুভান্থাপুরাম
২ অক্টোবর     &🌠nbsp;        বাংলাদেশ 🉐বনাম ইংল্যান্🎉ড    ;     গৌহাটি
২ অক্টোবর      নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা          থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর     আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা   গৌহাটি
৩ অক্টোবর     ভারত বনাম নেদারল্যান্ডস      থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর     পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া     হায়দরাবাদ
Link copied!