• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৯:৩৪ পিএম
ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরু

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা অনেকটা রাধাচক্রের মতো। একেক ম্যাচে একেক রকম। ওপেনিং বাদে যে কোন পজিশনে ব্যাটসম্যানদের নিয়ে করা হচ্ছে পরীক্ষা।বাংলাদেশের হারের পিছনে অনেকেই ব্যাটিং অর্ডারের এই পরিবর্তনকে দায়ী করছেন। এই পরিবর্তনের মূল আসামি ধরা হয়েছে কোচ চান্ডিকা হুথুরু সিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানকে। আজ(বুধবার)ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে কোচকে দিতে🌠 হয়েছে এই প্রশ্নের উত্তর।

টাইগার কোচ হাথুরু সিংহে বলেন, “ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে আমার ছেলেদের সঙ্গ🅰ে পরিষ্কার আলোচনܫা হয়েছে, ওরাও এই বিষয়ে অবগত।”

এ সময় কোচ আরও যোগ করেন, “আমরা কীভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আ🌠বার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো ওয়ার্ল্ডকাপ খেলব।”

আগের তিন ম্যাচে রান না এলেও ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং নিয়ে অবশ্য আশাবাদী টাইগারদের হেডকোচ। চান্ডিকা বলেন, “ব্যাটিং গ্রুপ নিয়ে আমরা এখনও পুরোপুরি পারফরম্যান্স পাইনি। এখনও পুরো সামর্থ্য প্রমাণ করা হয়নি ব্যাটিংয়ে। আশা করছি এই ম্যাচ দিয়েই ব্যাটাররা রানে ফিরবে কারণ উইকেটটা ব্যাটারদের পক꧃্ষে কথা বলতে পারে। আমিও আশা করছি, ছেলেরা তাদের সেরাটা দিয়েই খেলবে।”

দলটাকে কি অগোছালো আছে এখন, এমন প্রশ্নে টাইগা🧸র গুরু বলেন, “আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়।”

এদিকে বাংলাদেশের ওপেনিংয়ে আসছে না বড় কোনো জুটি। তাই তামিম ইকবালকে মিস করছেন༒ কি হাথুরু? এমন প্রশ্নের উত্তর টাইগার হেড কোচ বলেন, “অবশ্যই খেলোয়াড় হিসেবে তার রেকর্ড খুব ভালো। তবে একই কথা বলবো এই মুহূর্তে আমি বলতে পারছি না তাকে মিস করছি নাকি করছ෴ি না। আমাদের সঙ্গে যারা আছে তাদের প্রতি আমাদের আস্থা আছে এবং বিশ্বাস করি তারা ভালো করবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!