• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বোলিংয়ে আমরা ১০-১৫ রান বেশি দিয়েছি: আলিয়া রিয়াজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১২:৪২ এএম
বোলিংয়ে আমরা ১০-১৫ রান বেশি দিয়েছি: আলিয়া রিয়াজ

সিলেট থেকে: ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফের দাবি ছিল, বোলাররা কিছু খারাপ বল করেছেন। প্রেস ক🧜নফারেন্সে সেই কথাটার পুনরাবৃত্তি করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার আলিয়া রিয়াজ। তার মতে, বোলিংয়ে ১০-১৫ থেকে বেশি দিয়েছে পাকিস্তানি বোলাররা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাচ হেরে একদিকে উচ্ছ্বাসে ব্যꦬস্ত ছিল শ্রীলঙ্কা। অন্যদিকে বেশ আবেগী হয়ে পড়েছিল পাকিস্তান। আবেগিত চেহারার দেখা মিলেছে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে। পাকিস🌟্তানি অলরাউন্ডার আলিয়া রিয়াজ এসেই দেখিয়েছেন আবেগ।

আলিয়া রিয়াজ জানান শ্রীলঙ্কার বিপক্ষে এই হার হতাশার। ত🐓বে শ্রীলঙ্কার দারুণ বোলিংয়ের কাছেই পাকিস্তান হেরেছে বলে জানান তিনি। এর জন্য ড্রেসিং রুমে মন খারাপ বলেও জানান।

বলেন, “অবশ্যই এটা হতাশার। ড্রেসিং রুমে সবার মন খারাপ। আমার মনে হয়, বোলিংয়ে আমরা ১০-১৫ রান বেশি দিয়🐬েছি। শেষ ওভারে আমি আর নিদা ম্যাচ শেষ করতে পারতাম কিন্তু দূর্ভাগ্যজনক যে শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে।”

শেষ বলে দলের জয়ের জন্য বাউন্ডারিꦫ হাঁকানোর পরিকল্পনা করেছিলেন। যদি তা সম্ভব না হয়, তাহলে রানিং বিটুইন দ্য উইকেটে দুই রান নেওয়ার বিকল্প চিন্তা করেছিলেন বলেও জানান তিনি।

আলিয়া রিয়াজ বলেন, “আমি ও নিদা কথা বলেছিলাম, যদি বাউ🐈ন্ডারি না আসে। তাহলে আমরা দুই র♎ানের জন্য দৌড়াবে। যদিও শেষ অবধি হয়নি। পুরো টুর্নামেন্ট আমাদের জন্য ভালো ছিল। থাইল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিলাম। এরপর আবার মোমেন্টাম পাই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে…”

Link copied!