• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাটলারের পছন্দের তালিকায় নেই বিরাট কোহলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ১২:৪৭ পিএম
বাটলারের পছন্দের তালিকায় নেই বিরাট কোহলি
জস বাটলার। ফাইল ছবি

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্র♚থম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তার আগে আইসিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। সেখানে তাকে সেরা একাদশ বেছে নিতে বলা হয়েছে। তবে শর্ত ছিল, অবসর নেয়া ক্রিকেটারদের রাখা যাবে না সে তালিকা▨য়।

বিশ্বকাপের আগে সকল দলই শেষ সময়ের প্রস্তুতি সারছে। এরই মধ্যে ওয়ার্ম আপ ম্যাচেও মাঠে𒀰 নেমেছে সকল দল। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশরাও রয়েছে এবারের বিশ্বকাপের ফেবারিটের তালিকায়। তবে বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিলো, তার পছন্দে🍒র একাদশ। তা বেছে নেয়ার পাশাপাশি সেরা পাঁচ ক্রিকেটারের নাম জানিয়েছেন ইংলিশ অধিনায়ক।

পাঁচ ক্রিকেটারের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। একজন করে রয়েছেন ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়ার। তার পছন্দের প্রথম পাঁচ ক্রি⛄কেটারের মধ্যে জায়গা হয়নি ভারতের সুপারস্টার কোহলির।

ইংল্যান্ডের অধিনায়ক প্রথমেই বলে𓃲ছেন নিজের সতীর্থ আদিল রশিদের নাম। এক দিনের ক্রিকেটে ৩২.৪২ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে রশিদের। চার বছর আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছিলেন রশিদ। বাটলারের মতে, ওয়ানডে ক্রিকেটে রশিদই এখন সেরা স্পিনার।

রশিদের পর বাটলার বলেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের নাম। উইকেটের পিছনে এবং সামনে সমান দক্ষ ডি কক। এবারের বিশ্বকাপের উইকেটরক্ষকদের মতে ডি কককেই সেরা বলে মনে করেন বাটলার। ওয়ানডে 𝔉ক্রিকেটে ডি ককের ৬১৭৮ রানের পাশাপাশি ১৯০টি ক্যাচও রয়েছে।

তৃতীয় ক্রিকেটার হিসেবে বাটলার বেছে নিয়ে🤪ছেন এক ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে। বাটলারের মতে, ফর্মে থাকলে রোহিতই এখন বিশ্বের সব থেকে বিধ্বংসী ওপেনার। ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান করা রোহিত এবার ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। 

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বাটলারের চতুর্থ পছন্দ। ইংল্যা💛ন্ড অধিনায়কের মতে, ম্যাক্সওয়েল এমন একজন ক্রিকেটার যিনি ব্যাট বা বল হাতে যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জেতাতে পারেন। ভারতের উইকেটে ম্যাক্সওয়েল অত্যন্ত কার্যকরী বলে মনে করেন তিনি। আর পঞ্চম ক্রিকেটার হিসেবে বাটলারের পছন্দ অনরিখ নোখিয়েকে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার পেস বোলার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত বাটলারের।

Link copied!