• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই আর্জেন্টাইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৯:৫৭ পিএম
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই আর্জেন্টাইন

কাতারে স্বপ্নের বিশ্বকাপ ☂একসঙ্গে ছুঁয়েছিলেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজ। এবার ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন দুই তারকা। তবে একই দলের হয়ে খেলবেন না আর্জেন্টাইন দুই সতীর্থ। একজন খেলবেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে। অন্যজন খেলবেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের পক্ষে। ইস্তাম্বুলে একে-অপরকে হারাতে মাঠে নামবেন তারা।

শনিবার (১০ জুন) ইস্তাম্বুলের আতার্তুক অলিম্পিক স্টেডিয়ামে রাত ১টায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে 🍸মুখোমুখি হচ্ছে ম্যান সিটি ও ইন্টার মিলান।

আল্ভারেজের দল ম্যান সিটি ট্রেবল জয়ের নেশায় প্রতিপক্ষকে একদম ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে ১৩ বছর পর শিরোপা মিলানে নিয়ে যেতে চায় মার্তিনেজের ইন্টার। তবে আর্জেন্টাইন সমর্থকদের এটাই স্বস্তি যে, এই দুইটার তারকার মধ্যে নিশ্চিত একজনের দল জিতবে চ্যাম্পিয়নস লিগের ট্রফি🌄। শনিবার রাতে সমর্থকরা মুখিয়ে থাকবেন তাদের প্রিয় তারকার খেলা দেখার জন্য।

দীর্ঘ তিন যুগ পর জেতা বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি মার্তিনেজ। এ জন্য সমর্থকদের রোষানলে পড়েন তিনি। তবে ক্লাবের হয়ে বিপরীত এই তারকা। এই মৌসুমে ইন♏্টারের হয়ে ২৮ গোল করেছেন এই আর্জেন্টাইন। দলকে নিয়ে এসেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। বিকল্প স্ট্রাইকার হিসেবে খেলা আলভারেজ কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ক্লাবের হয়েও দারুণ পারফর্ম করছেন এই তারকা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কে জিতবে আল্ভারেজের ম্যান সিটি নাকি মার্তিনেজের ইন্ট♎ার মিলান? উত্তর পেতে চোখ রাখতে হবে রাতের ফাইনাল ম্যাচে।

Link copied!