• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টাইগার কোচের প্রথম লক্ষ্য সেমিফাইনাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০৫:৩১ পিএম
টাইগার কোচের প্রথম লক্ষ্য সেমিফাইনাল
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশের কাছ থেকে প্রত্যাশাটা একটু বেশি সবার। বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বিশ্বাস বাংলাদেশিদের। শুধু সমর্থকরাই না বেশ কয়জন ক্রিকেটারও দেখছে টাইগারদের ভালো করার সম্ভাবনা। এবা🌄র টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহ বললেন সেই কথা। তাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল।

আফগানিস্তানের বিপ♓ক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) থেকে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে। তার আগে আজ (শুক্রবার) ধর্মশালায় সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলছিলেন, “আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে? তাহলে বলবো–যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের ไসেমিফাইনালে যেতে হবে।”

বাংলাদেশ ক্রিকেটের বস আরও বলেন, “মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাౠও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন ব✅িশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।”

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ আশাবাদী হাথুরু। ২০২০ সালে যুব বিশ🌳্বকাপ জিতেছিল বাংলাদেশ দল। সেই দল থেকেও এবারের বিশ্বকাপে রয়েছে ৪ জন ক্রিকেটার, সেই খেলোয়াড়দের অবশ্য আলাদা করে এনার্জি দেখছেন টাইগারদের প্রধান কোচ।

হাথুরু বলছিলেন, “আমাদের মনে হয় চার-পাঁচজন ক্রিকেটার আছে ওই (যুব বিশ্বকাপ) বিশ♓্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। কারণ অতীতেও তারা এটা করেছে, তাদের অনেক এনার্জি আছে। পুরো দল এমনকি আমার স্টাফদের নিয়েও আমি রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে একবার আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমা❀দের বড় প্রত্যাশা আছে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!