আয়ারল্যান্ড সিরিজ থেক𒉰েই অনলাইনে টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন বাং🌄লাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। বুধবার (১৫ মার্চ) বিসিবির প্রেস কনফারেন্সে আয়ারল্যান্ড সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানের এক পর্যায়ে এ ব্যাপারে ঘোষণা দেন তিনি।
টিটু বলেন, “আমি অতি আনন্দের সাথে ঘোষণা করছি, মাত্রই আমরা জানতে পারলাম আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্র𒊎থম ম্যাচ থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।”
সাধারণত সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে লাইনে দাঁড়𝔍িয়ে কাটতে দর্শকদের বিড়ম্বণা পোহাতে হয়। এ নিয়ে দর্শকদের অভিযোগের শেষ 🌺ছিল না। তবে এবার অনলাইনে টিকিট বিক্রি করায়ে দর্শকদের সেই বিড়ম্বণা কিছুটা কমবে।
এবারের সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যা☂ন্ড।
সিলেটে আন্তর্জাতিক ক্রꦐিকেট স্টেডিয়ামে এ সিরি🏅জ শুরু হবে ১৮ মার্চ থেকে। ২০ ও ২৩ মার্চ মাঠে গড়াবে বাকি দুই ম্যাচ।
﷽এরপর ২৭ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টে✃ডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ মার্চ।
🌱৪ এপ্রিল হোম অফ ক্রিকেটে হবে একমা💛ত্র টেস্ট ম্যাচটি।