• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সেরা দল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০৩:৩৯ পিএম
‘টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সেরা দল’

‘টি-টোয়েন্টি ক্রিকেট’ বাংলাদেশের দলের কাছে যেন এক গোলকধাঁধার নাম। একাধিক অধিনায়ক-কোচ বদলেও এই ফরম্যাটে সাফল্য কিছুতেই ধরা দিচ্ছে না টাইগারদের সামনে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সিনিয়রদের ছেটে তর♐ুণদের নিয়ে দল গড়তে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই পরিকল্পনাতেই ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্ব♔চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এবার তৈরি হয়েছে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা।

সবমিলি🅠য়ে বর্তমান দলকেই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি দল হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় দলের পেসার হাসান মাহমুদ।

শনিবার (১১ মার্চ) হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন▨।

হাসান মাহমুদ বলেন, “এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিতত꧅ে চাই।”

প্রথম ম্যাচে ডেথ ওভারে দারুণ বোলিং করেছেন হাসান। 🔯এদিন জানালেন, ডেথ ওভারের চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি।

হাসান বলেন, “অবশ্যই যেꦐই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উ🅺পভোগ করি।”

এদিন নিজ꧋ের বোলিং নিয়েও কথা বলেছেন হাসান মাহমুদ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বোলিংয়ের পরিকল্পনা কী র🌳কম থাকে সেটা খোলাসা করেছেন হাসান।

হাসান বলেন, “প্রথম ৫ ওভারের একটা প্ল্যান থাকে। সুইং কন্ট্রোল আর স্ট্রেন্থের বিষয় থাকে, নতুন বল। বল পুরোনো হলে মারতে যায়, তখন অন্যꦅ পরিকল্পনা থাকে। টি-টোয়েন্টিতে সবসময় ডিফে🎶ন্ড করতে চাই।”

ক্যারিয়ার শেষে 🃏৫০০ উই𝔉কেট থাকবে বলে আশা প্রকাশ করেছেন হাসান।

রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক🌃্রিকেট স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Link copied!