সিলেট থেকে: দꦍেশ-বিদেশে সিলেটের চায়ের সুনাম বহু আগে থেকেই। এবার সেই চায়ের ব❀্র্যান্ডিংটা হলো নারী এশিয়া কাপের মঞ্চে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইরের চা বাগানে নারী এশিয়া কাপের ট্রফি হাতে ফটোসেশন করেছেন ফাইনালের দুই অধিনায়ক হারমানপ্রিত কাউর ও চামারি আতাপাত্তু।
শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্ট✅েডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আগের দিন শুক্রবার (১৪ অক্টোবর) ফ🦩াইনালের ট্রফি হাতে ফটোসেশন করেছেন দুই অধিনায়ক হারমানপ্রিত কাউর ও চামারি আতাপাত্তু।
সিলেটে এশিয়া কাপের ফাইনালের আগে অবশ্য ফটোসেশন হয়েছে দুইবার। প্রথমে সংবাদ সম্মেলন কক্ষে ফটোসেশন করেন ফাইনালিস্ট দুই অধিনায়ক। সেখানে দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে দুই অধিনায়ক আর ট্রফি নিয়ে যাওয়া হয় স্টেডিয়ামে🥀র পাশের চা বাগানে।
সেখানে হাসিমুখে দুই দলের অধিনায়ককে নিয়ে আবারও ফটোসেশন করা হয়। অবশ্য হঠাৎ পরিকল্পনাতে করা হয় এই ফটোসেশন। তাই এই ফটোসেশন নিয়ে আয়োজক বোর্ড বিসিবি ও নিয়𒊎ন্তা সংস্থা এসিসির মধ্যে ছিল কিছুট💯া সমন্বয়হীনতা। পরে অবশ্য ঝামেলা হয়নি। আশে পাশের লোকজনকে সরিয়ে দ্রুতই করা হয়েছে এই ফটোসেশন।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পক্ষ থেকে এসিসির মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদকের ফোন ধরেননি। এর আগে ফটোসেশন শেষে ফেরার পথে তিনি জানিয়েছিলেন, “এটা এসি♐সির পরিকল্পনার অংশ ছিল। যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে না যাওয়ায় একটু সমন্বয়হীনতা হয়েছ💦ে।”