আবু ধাবিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ তিন দলকে নিয়ে টুর্নামেন্ট চলছে। তিন জাতির এই অনূর্ধ্ব-১৯ সিরিজে বাজেভাবে হেরে গেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাত্র ৭৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আফগান যুবারা 𒁏জয় পেয়েছে ৭ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। আশিকুর রহমান শিবলী ও শাহরিয়ার সাকিব শুরুতে আশা দেখালেও এই জুটি ভাঙে দলীয় ২৫ রানে। শিবলী ১৬ রানে ফেরে🔯ন। আর ৫ রান যোগ হতেই দ্বিতীয় উইকেটের পতন ঘটে।
দলীয় ৩০ রান যেন অভিশাপ হ꧑য়েই থাকে বাংলাদেশের ভাগ্যে। একই রানে পতন ঘটে চার উইকেটের। ৮ ওভারে প্যাভিলিয়নে ফেরেন ৩ ক্রিকেটার। শিবলী বাদে কেবল ওয়াসি সিদ্দীক (১২) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ব্যাটারদের ব্যর্থ♐তায় মাত্র ২২.৫ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৭৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানও শুরুতে উইকেট হারায়। মাত্র ৭ রানে হিজবুল্লাহ দুররানি আউট হন। দলীয় ২১ রানে পরপর দুই উইকেট হারায় আফগানরা। তবে সোহাইল খানের অপরাজিত ৩৩* ও মোহাম্মদ হারুনের অপরাজিত ২১* রানে ভর কꦇরে মাত্র ৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।