দলবদলের অনিয়ম ও বিভিন্ন অভিযোগে ইতা🔯লিয়ান ক্লাব জুভেন্টাসের কেটে নেওয়া ১৫ পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সিরি-আতে পয়েন্টജ টেবিলের সাত নম্বর থেকে চারে উঠে এসেছে তারা। আর আর পাঁচে নেমে যাওয়া এসি মিলানের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নও ফিকে হয়ে গেল।
দীর্ঘদিন ধরেই জুভেন্টাসের দলবদলসহ বিভিন্ন অনিয়ম নিয়ে তদন্ত করে আসছিল তুরিনের একটি আদালত।♉ তদন্তের এক পর্যায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়। পরে এই রায়ের বিপক্ষে আপিল করে ক্লাবটি। আপিলে রায় নিজেদের পক্ষে আসায় ১৫🤡 পয়েন্ট ফিরে পেলো তারা।
এছাড়া ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত এক রায়ে জুভেন্টাসের বিপক্ষে আনা অভিযোগের অভিযোগের পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মামলা থেকে মুক্তি মিলছে না জুভেন্টাসের। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল কোর্টে ফিরে যাচ্ছে মামলা💟টি।
এর আগে মাঝখানে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল জুভেন্টাসহ বিভিন্ন ক্লাবকে। কিন্তু তুন কিছু দলিল হাতে পাওয়ার পর নতুন করে তদন্ত শুরু হয়। সেখানে অনিয়ম পাওয়ার পর সাজা দেওয়🐻া হয় জুভেন্টাসকে। যদিও আপিল করে সেটা থেকেও মুক্তি পেল তারা।
সিরি আ’র চলতি মৌসুমে ৩০ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ꦓতিন নম্বরে জ🐭ুভেন্টাস।