• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লিটনের পর তামিমেরও বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৪:১৯ পিএম
লিটনের পর তামিমেরও বিদায়

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ওপেনিং জুটি ব্যর্থ। প্রথম চার ওভারের আগেই ওপেনিং জুটি বিদায় ꦦহয়েছে। লিটন♒ দাসের বিদায়ের পর আউট হয়েছেন অধিনায়ক তামিম ইকবালও।

ম্যাচে টস হেরে বাংলাদಞেশ ব্যাট করতে নামে। প্রথম ওভারেই গোল্ডেন ডাকের শিকার হন লিটন। প্রথম ওভারের চতুর্থ বলে জোশ লিটলের বল ঠিকঠাক সামলাতে না পেরে এলবিডব্লিউ‍‍`র ফাঁদে পড়েন আইপিএল ফেরত এই তারকা ওপেনಌার। দলীয় মাত্র ৩ রানেই রানের খাতা খোলার আগেই ফিরতে হয় লিটনকে। ফিল্ড আম্পায়ার খানিক ভেবেই লিটলের আবেদনে সাড়া দেন।

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। মার্ক অ্যাডায়ারের বলে বিদায় হন এই ওপেনার। দলীয় ১৫ রানে প্রতিপক্ষের বল ব্যাটে ঠিকঠাক ছোঁয়াতে পারেননি তামিম। আইরিশরা আউটের আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিতে ভুল করেনি স🥂্বাগতিক আয়ারল্যান্ড। রিভিউতে দেখা যায় ব্যাটে ছুঁইয়েছে বল। যদিও আউট নিয়ে অসন্তুষ্ট দেখা যায় তামিমকে। মাঠ ছেড়ে যাওয়ার সময় বারবার তাকে অসন্তুষ্টিতে মাথা নাড়াতে দেখা যায়।

তামিমের বিদায়ের পর ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ৬ ওভার শে🐠ষে ২ উইকেট হারিয়ে ২৮ রান নিয়ে ব্যাট করছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!