বাংলাদেশ ও আয়ারল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে🀅 মাঠে নেমেছে। ম𓂃্যাচে টস জিতে বোলিং নিয়েছে আয়ারল্যান্ড।
এই ম্যাচে অভিষেক হয়েছে রনি তালুকদারের। তবে অভিষিক্ত ম্যাচ রাঙাতে পারলেন না রনি তালুকদার। দলীয় ꩲমাত্র ১৮ রানেই উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল ও রনি তালুকদার জুটি ভাঙে। রনি ১৪ বল মোকাবেলায় মাত্র ৪ রান🥀 করে ফেরত যান
দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরেন তামিম ও নাজমဣুল হোসেন শান্ত। গত ম্যাচে অভিষেক সেঞ্চুরি পাওয়া শান্ত এ ম্যাচে বিদায় হন ৩৫ রানে। দলীয় ৬৭ রানে ভাঙে এ জুটি। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে দলের হাল ধরেন। এই জুটি দলের রান শতরান পার করান।
তামিম ৫০ বলে ৩৯* রান করেন, লিটন অপরাজিত ৩২* রানে।