• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রাইম ব্যাংককে জিতিয়ে জন্মদিন উদযাপন তামিমের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৬:৪৩ পিএম
প্রাইম ব্যাংককে জিতিয়ে জন্মদিন উদযাপন তামিমের
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

অনেক দিন ধরে আলোচনা-সমালোচনায় রয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে৩৫তম জন্মদিনটা ভালোই উদযাপন করলেন তামিম। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একদমই রান পাচ্ছিলেন না দেশের এক নম্বর ওপেনার🥂। আগের তিন ম্য🐭াচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১৭, ১৬ ও ৬। অবশেষে বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে হাসলো তামিমের ব্যাট। 

দুই ওপেনার অধিনায়♎ক তামিম ও  তরুণ ব্যাটার পারভেজ হো🐟সেন ইমনের হাফ সেঞ্চুরিতে জয় পেল প্রাইম ব্যাংক দল। 

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে অনায়াসে ৮ ꦓউ🦹ইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। 

৪ খেলায় তামিম ইকবালের প্রাইম ব্𝓡যাংকের টানা চতুর্থ জয়ের বিপরীতে সমান খেলার সবকটাত🐲ে হারলো রূপগঞ্জ টাইগার্স।

বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু (৩/২৪), আশিকুর (২/২২) আর অলক কাপালির (২/৪০) সাঁড়াশি বোলিংয়ের মুখে মাত্র ১৩৩ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগা🍷র🐼্স।

অভিজ্ঞ শামসুর রহমান শুভ ছꦫাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি। জ💛াতীয় দলের সাবেক ব্যাটার শামসুর করেন ৪৬ বলে ৫০।

জবাবে তামিম আর পারভেজ ইমন প্রথম উইকেটে ১১৮ রান তোলায় সহজ জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। অবশ্য দুজন মাত্র ২ রানের ব্যবধানে আউট হয়ে যান। অধিনায়ক তামিম ইকবাল ৭৮ বলে দুই ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৭ আর পারভেজ ইমন ৭৫ বলে ৫০ রান করে আ⛦উট হন।

 

Link copied!