আইপিএলের শিরোপা༒ জেতা হলো কয়েকদিন। এবার বাম হা༒ঁটুতে অস্ত্রোপচার করালেন মাহেদ্র সিং ধোনি। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সাবেক ভারতীয় অধিনায়কের।
তবে চিকিৎসার প🃏র ভালো আছেন ধোনিꦡ। দুই বা তিনদিন পরই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। বিশ্রাম নিয়ে পরবর্তী আইপিএল খেলার জন্য যথেষ্ট সময় পাবেন ‘ক্যাপ্টেন কুল’।
ধোনির পায়ের অস্ত্রোপচার করেছেন ডা.দিনেশাহ পারদিওয়ালা। যিনি আরেক ক্রিকেটার রিসভ পান্টের অস্ত্রোপচার🅘 করেছিলেন।