আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ইস্তাদিও মনুমেন্তাল ফুটবল স্টেডিয়ামে গ্যালারিতে থেকে ঝাঁপিয়ে পড়ে এক দর্শকের মৃত্য💛ু হয়েছে। শনিবার আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগে রিভার প্লেট ও দেফ👍েন্সা ই হুস্তিসিয়ার মধ্যকার চলমান ম্যাচে এ দুর্ঘটনা ঘটে।
সেই সমর্থকের মৃত্যুর ঘটনা বর্ণ্না দিয়ে রিভার প্লেট বিবৃতি দিয়েছে। ক্লাবটির বিবৃতিতে জানানো হয়, ম্যাচের প্রথমার্ধে খেলা চলাকালীন গ্যালারির উপর তলা থেকে ঝাঁপিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই স⛦মর্থক।
খেলা পরিচালনার দায়িত্বে থাকা রেফার𓃲ি ফার্নান্দো রাফাল্লিনি দুর্ঘটনা সম্পর্কে অবহিত হওয়া মাত্রই ম্যাচটি স্থগিত করে দেন। ৮৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ৩০ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায়।
তবে স্টেডিয়ামে কোনো সহিংস অবস্থা অথবা গন্🦋ডগোল থেকে এ দুর্ঘটনা ঘটেনি বলে ক্লাবটি উল্লেখ করেছে।
আর্জেন্টিনার আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরুཧౠ করেছে।