সিলেট থেকে: নারী এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ꦑও ভারত। টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াইয়ের ম্যাচে টস ♚জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। প্রথম শিরোপা জয়ের খোঁজে মাঠে নামবে লঙ্কানরা। আর ভারতীয়দের লক্ষ্য সপ্তমবারের মতো শিরোপা জয়।
নারী এশিয়া কাপ মানেই ভারতীয়দের আধিপত্য। ২০১৮ সালে সেই আধিপত্য ভেঙেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো ভারতকে শিরোপা বঞ্চিত করতে মাঠ🔴ে নেমেছে লঙ্কানরা।
শনিবার (১৫ অক্টোবর) 🥂শিরোপা নির্ধারণী ম্যাচে টস জি🎉তে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। সেমি-ফাইনালে খেলা একাদশ নিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে নেমেছে লঙ্কানরা।
বিপরীতে নিজཧেদের একাদশে একটি পরিবর্তন এনেছে ভারত। স্পিনার রাধা যাদবের বদলি হিসেবে ফাইনালে খেলার সুযোগ পাচ্ছেন ডায়ালান হেমলতা।
ভারত একাদশ:
হারমানপ্রিত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, স্নেহ⭕ রানা, ডায়ালান হেমলতা, রেনুকা ঠাকুর, পূজা ভাস্ত্রেকর, রাজেশ্বরী গায়াকাদ।
শ্রীলঙ্কা একাদশ:
চামারি আতাপাত্তু (অধিনায়ক), আচিনি কুলাসোরিয়া, ইনোকা রানাওরা, হার্শিথা মাধবী, ওশাধি রানাসিং🌄হে, নিলাক্ষী ডি সিলভা, সুগন্ধা দাসানায়েক, আনুষ্কা সাঞ্জেবনী, কাভিশা দিলহারি, হাসিনি পেরেরা, মালশা সেহানি।