প্রেমাদাসায় আজ(রোববার) বল হাতে আগুন ঝড়িয়েছেন ভারতীয় পে🗹সার মোহাম্মদ সিরাজ। তার বোলিং আগুনে পুড়ে যায় লঙ্কান ছয় ব্যাটার। ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে লঙ্কানরা। এমন বোলিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কার তো তার হাতেই মানায়। ম্যাচ সেরার পুরো টাকাটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার নিতে আসা সিরাজ বলেন, “এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওরা না থ💝াকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা ওদের হাতে তুলে দিতে চাই।”
ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে নতুন বলেই বল করেন সিরাজ। কিন্তু সাধারণত ক্রস সিম (বলের সিমের সঙ্গে আঙুল থাকে আড়াআড়ি) ধরে বল করেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, “আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে।”
ব্যাটারদের পায়ের কাছে বল করেছেন সিরাজ। খেলতে বাধ্য করেছেন। যে লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেস💯ার। এই প্রসঙ্গে সিরাজ বলেন, “😼উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।”