ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। এর আগে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নগ✃র প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবল জয়ের রেকর্ড ছিল। তখন ম্যান ইউ কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার স্কটিশ কিংবদন্তির পাশে নিজের নাম উ♉ঠায় উচ্ছ্বসিত ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগেꩵর জয়ের পর সাবেক ম্যান ইউ কোচের ক্ষুদে বার্তা পেয়েছেন গার্দিওয়ালা। এই বার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে নিজের নাম থাকাটা অনেক গর্বের। এটা অনেক আনন্দের যে, আজ সকালে তার থেকে আমি ক্ষুদে বার্তা পেয়েছি।”
এদিকে ম্যান সিটি বসের অধীনে খেলাকে ‘সত্যিই বিশেষ’ কিছুই মনꦚে করেন আর্লিং হাল্যান্ড। সাবেক ডর্টমুন্ড তারকা বলেন, “আমাদের মধ্যে খুব ভালো সম্🐻পর্ক রয়েছে। আমি পরের মৌসুমে আরও বেশি ভালো করার জন্য মুখিয়ে আছি।”
এর আগে রদ্রিগোর একমাত্র গোলে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ শির♉োপা ঘরে তুলেন হল্যান্ড-গুন্দোগানরা। ২৪ বছর পর কোনো ইংলিশ ক্লাব ‘ট্রেবল’ জয়ের এমন কৃতিত্ব অর🦩্জন করল।