টেলিভিসাইউনিভিশন টিভি নেটওয়ার্ক আসন্ন কোপা আমেরিকা ফুটবলের সকল ম্যাচ কভারেজের স্বত্ত্ব পেয়েছে। কভারেজের জন্য ‘অফিসিয়াল সং’ হিসেবে থাকছে বিশ্ববিখ্যাত পপ তারকা ৪৭ বছর বয়সী শাকিরার ‘পুন্টেরিয়া’ গানটি। যেখানে তিনি গান গেয়েছেন ৩২ বছর ♌বয়সী মার্কিন পপ তারকা কার্ডি 🦩বি’র ( যার আসল নাম বেলসেলিস মারলেনিস চেফাস) সঙ্গে।
‘পুন্টেরিয়া’ গানটির মধ্য দিয়ে স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার জেরার্ড পিকের সাবেক গার্লফ্রেন্ড শাকিরা কোপা আমেরিকা ফুটবলের সঙ্𒅌গে নিজেকে জড়িয়ে ফেললেন।
মঙ্গলবার নিউইয়র্ক সিটিতে নেটওয়ার্কের হয়ে কলম্বিয়ান পপ তারকা নি💫জেই এই ঘোষণা দিয𒁃়েছেন।
সাউথ আমেরিকা ও কনকাকাফ অঞ্চলের ১৬টি দেশের জাতীয় দলের অংশগ্রহণে আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই কোপা আমেরিকা ইভেন্টটি মার্কিন ꦦযুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে।
‘গানটি কোপা আমেরিকার অফিসিয়াল সঙ্গীত নয়। যদিও অনেক মিডিয়া ভুলভাবে এটি প্রচার করেছে যে, শাকিরার গানটি কোপা আমেরিকার অফিসিয়াল সং। তবে ম্যাচ কভারেজের অফিসিয়াল সং এটা।’ শাকিরার রেকর্ড লেবেল সনি মিউজিকের একজন মুখপাত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেꦰছেন।
শাকিরা ওই ঘোষণার সময় আরও বলেন, ‘কꦰোপা আমেরিকা চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্ট। ফলে এই গানটি ফুটবল ভক্তদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে বলে আমি𒐪 মনে করি।’
গত ২২ মার্চ ‘পুন্টেরিয়া’ গানটি রিলিজ পায়। যা শাকিরার সর্বশেষ অ্যালবাম। শাকিরার গান ফুটবল আসরের সঙ্গে জড়িত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। শাকিরার বিখ্যাত গান ‘ওয়াক𒊎া ওয়াকা, দিস টা♔ইম ফর আফ্রিকা’ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল সঙ্গীত ছিল।