তাওহিদ হৃ𓂃দয়ের ব্যাটিং-তাণ্ডবে উড়ে গেল সাকিব আল হাসানের দল গল টাইটানস। হৃদয়ের অপরাজিত ২৩ বলে ৪৪ রানের ইনিংসের ওপর ভর করে জাফনা কিংস ৪৪ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) পাল্লেকেলেতে হৃদয়ের জাফনা কিংসের মুখোমুখি হয় সাকিবের গল টাইটানস। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গল। ব্যাটে নেমে শুরুটা ভালো করতে পারেনি তারা। দলীয় ২৮ রানে ওপেনার লাসিথ ক্রসপুল আউট হয়ে যান। ক্রসপুল এর ১২ বলে ১৯ রান করে বিদায়ের প💞র মাঠে নামেন ভানুকা রাজাপাকসে। তিনি মাঠে নেমে রানের খাতা খুলতেই তাকে মহেশ থেকশান প্যাভিলিয়ানের পথ ধরান।
এরপর গলের আরেক ওপেনার শেভন ড্যানিয়েল ২৫ বলে ২৫ রান করে আউট হলে মাঠে নাম🔥েন বিশ্ব সেরা আলরাউন্ডার সাকিব। তিনি যখন মাঠে নামেন, তখন গল ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে। তাই সাকিব ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতꦆে থাকেন। সিঙ্গেল নিয়ে দলের চাপ সামলানোর চেষ্টা কিন্তু ১৩তম ওভার শেষে দিমুথ ওয়েললালগের বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। তার ইনিংস থামে ৯ বলে ৬ রান করে।
শেষ দিকে গলের অধিনায়ক দাসুন শানাকা ২৪ বলে ২ চার ২ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৩০ রান করে আউট হন। অধিনায়কের বিদায়ের পর নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে গল টাইটান🧸স। জাফনা কিংসের হয়ে ৪ ওভার বল করে ১০ রান খরচে ৪ উইকেট শিকার করেন ওয়েললালগে।
জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নামে জাফনা কিংস। তাদের হয়ে ইনিংস শুরু করতে আসে রহমানুল্লাহ গুরবাজ ও চারিথ আসালাঙ্কা। তারা ওপেনিং জুটি গড়েন ১৭ রানের। তাদে🐲র জুটি ভাঙে আসালাঙ্কার বিদায়ে। তৃতীয় ওভারে বল হাতে আসেন বিশ্বসেরা আলরাউন্ডার তার প্রথম ওভারেই আসালাঙ্কাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ওভার শেষ করেন ৪ রান খরচে।
এরপর ৩ নম্বর পজিশনে ব্যাট করতে নামেন তাওহিদ হৃদয় জুটি গড়েন ওপেনিংয়ে নামা গুরবাজের সঙ্গে। সাকিব প্রথম ওভারে ভালো বল করলেও প🐈রের ওভারে দেখেন মুদ্রার ওপর পিঠ। দ্বিতীয় ওভারে প্রথম বলে গুরবাজের কাছে ছক্কা হজম করেন তিনি। এর পর চতুর বলে এসে ছোট ভাই হৃদয়ের ব্যাটে ছক্কা খান পরের বলে আবার চার মারেন টাইগার ব্যাটার শেষ পর্যন্ত ১৭ রান দিয়ে ওভার শেষ করেন সাকিব।
এরপর টাইগার আলরাউন্ডার 🐈দলীয় দশম ওভারে বল হাতে ৬ রান খরচে ওভার শেষ করেন। নিজের শেষ ওভার বল করতে আসেন টাইগার আলরাউন্ডার এই ওভারে এসে আবারও দলকে উইকেট এনে দেন জাফনার ✤ওপেনার গুরবাজকে বোল্ড করে প্যাভিলিয়ানের পথ দেখান। গুরবাজ আউটের আগে ৩ বাউন্ডারিতে ৫ ওভার বাউন্ডারিতে ৩৯ বলে করেন ৫৪ রান।
আফগান ব্যাটার আউট হলেও ৪৪ বল হাতে রেখেই জাফনা কিংসকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন টাইগার ব্যাটার। হৃদয় খেলেন অপারাজিত ২ চার ৪ ছক্কায় ২৩ বলে ৪৪ রানের ইনিংস। এই ব্যাটার ১৯১ স্ট্রাইক রেটে ব্যাট 𒅌করেন এই ম্যাচে।
গল টাইটানসের হয়ে সাকিবই শুধু উইকেট নিতে পেরেছে। তিনি ৪ ওভারে বল করে ৩১ রান খরচ করে ২ উইকেট শিকার করেন।