• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ক্রিকেট পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ০৬:১৫ পিএম
ক্রিকেট পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত
সাগরপাড়ে বিশ্বকাপ ট্রফি হাতে রোহিত শর্মা । ছবি: সংগৃহীত

কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক আসনে নিজেকে বসিয়ে ফেলেছেন ভারত অধিনায়ꦺক রোহিত শর্মা। এবার টি-টোয়েন🅠্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন এই হিটম্যান। বিশ্বকাপ জয়ের পর তিনদিন কেটে গেছে, এখনো বিষয়টা বিশ্বাসই করতে পারছেন না তিনি।

বিশ্বকাপ ট্রফি হাতে ফটোশ্যুটে বেড়িয়েছিলেন হিটম্যান, সেই ছবি পোস্ট করে বিসিসিআই। সেখানেই রোহিত শর্মা বলছেন, ‘এর আনন্দ বিশাল। ম্যাচের পর থেকে এখনও মনে হচ্ছে স্বপ্ন দেখছি। বিষয়টা হয়েছে, কিন্তু এখনও মনে হচ্ছে যেন হয়নি। দলগতি সংহতিতে জয় এসেছে, এখন আলাদা একটা শান্তি উপভোগ করছি এত কষ্ট করে জেতার পর। হার্ড ওয়ার্ক করেছি, তারই ফল পেয়েছি। আমার ঠিকমতো ঘুম হয়নি, কিন্তু তাতে✤ এক ফোটাও কষ্ট নেই।’

বিশ্বকাপ জয়ে♔র পর বার্বাদোজের ক্রিকেট পিচ থেকে মাটি তুলে নিয়ে মুখে দিয়েছিলেন রোহিত, করেছিলেন প্রণামও। এবার তারই কারণ জানিয়ে তিনি আরও বলছেন, ‘এই স্টেডিয়ামের এই মাঠেই আমাদের স্বপ্নপূরণ হয়েছে। আমরা যখন এই পিচে খেলতে নেমেছিলাম, অনেক লড়াই করেছি বিশ্বকাপ জেতার জন্য। এই মাঠ এই পিচকে আমি সারাজীবন ভুলতে পারব না, তাই চেয়েছিলাম এই পিচে কিছু একটা করত। এটা আগে থেকে ভাবা ছিল না। এই পিচের কিছুটা অংশ আমার কাছে রাখ♔ব বলেই মাটি খাই।’

Link copied!