তারকা সমৃদ্ধ দল ইন্টার মিলান এখন শুধু ইতালির প্রধাܫন ফুটবল লিগ সিরি-এ জয়ের জন্য অপেক্ষা করছে। সোমব🧜ার রাতে সান সিরোতে এম্পোলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার। সেইসঙ্গে টানা ৩০ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেছে ইন্টার।
এই জয়ে নিকটতম প্রতিদ্ব›দ্বী এসি 🐟মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে ইন্টার। মৌসুমে আরও ৮টি করে ম্যাচ বাকি আছে দলগুলোর। শেষ 🅰আট ম্যাচে মাত্র ১১ পয়েন্ট পেলেই ২০তম শিরোপা জিতবে ইন্টার।
এম্পোলির বিপক্ষে ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই আলেসান্দ্রো বাস্তোনির ক্রস থেকে গোল করেন ফেদেরিকো দি মার্কো। পুরো ম্যাচে দাপট দেখালেও দ্বিতীয় গোল পেতে ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইন্টারকে। বাস্তোনির বদলি হিসেবে নামা ಌঅ্যালেক্সিস সানচেজ দ্বিতীয় গোলটি করেন।
এর আগে সিরি-এ’তে মৌসুমের প্রথম ৩০ ম্যাচে গোল করার রেকর্ডটি ছিল জুভেন্ট꧑াসের। সেই রেকর্ড স্পর্শ করলো ১৯ বারের লিগ চ্যাম্পিয়নরা। আর একটি ম্যাচে গোল করলে🔯 রেকর্ডটি নিজেদের দখলে নিয়ে যাবে ইন্টার।
জুভেন্টাস ২০১৩-১৪ মৌসুমে প্রথম ৩০ ম্যাচেই গোল পেয়েছিল তারা। এবার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো দলের নেই এই কীর্তি।