চলতি বছরের শেষে জয় নিয়ে বছরের শেষটা রাঙিয়েছে রিয়াল মাদ্রিদ। 🌺ফরাসি করিম বেনজেমার জোড়া গোলে ভ্যালাদলিদকে ২-০ গো💟লে হারিয়েছে রিয়াল।
ম্যাচের শুর থেকেই বল দখলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচে সুযোগ বেশি তৈরি করেছে প্রতিপক্ষ দল। রিয়াল গোলরকꦚ্ষককে দেখা গেছে গোলবারের নিচে ব্যস্ত সময় পার করতে।
ফুটবল কিংব্দন্তি পেলের জন্য এক মিনিট নীরবতা পালন করে শ🍨ুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্য। ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হারায় রিয়াল। পাশাপাশি প্রতিপক্ষও একের পর এক আক্রমণে রিয়ালের ডিফেন্স কাঁপায়।
ম্যাচের ৮২ মিনিটౠে সানচেসের হাতে বল লাগলে ভিএআরে চেক করে পেনাল্টির সিদ্ধান্ত জানান র♑েফারি। এতে ভ্যালাদলিদের সার্জিও লিওন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বেনজেমা পেনাল্টি থেকে অনায়াসে গোল আদায় করেন।
গোল হজম করেই ছন্নছাড়া হয়ে পড়ে ভ্যালাদলিদ। তাদের খেই হারানোর সুযোগ নেন বেনজেমা। ম্যাচের ৮৯ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। এই গোলের ফলে 𓆏৮ ম্যাচে ফরাসি তারকꦉার গোলসংখ্যা ৭।
এই জয়ে লিগে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।