• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সব দলের বিপক্ষে খেলেই যোগ্য হতে হবে: নাদেল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৪:২৭ পিএম
সব দলের বিপক্ষে খেলেই যোগ্য হতে হবে: নাদেল

সিলেট থেকে: ডিফেন্ডিং চ্যাম্পিয়নꦚ হিসেবে এশিয়া কাপ শুরু করলেও প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ নারী দল। এই ব্যর্থতার পর ভারত-পাকিস্তানের মতো বড় দলগুলোর সাথে নিয়মিত খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করেছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শ🌊ফিউল ইসলাম চৌধুরি নাদেলের মতে, ছোট কিংবা বড় যেই দলই হোক সবার সাথেই খেলেই বড় দল হতে হবে।

বৃহস্পতিবার (১৩ সেপ্ট♛েম্বর) সিলেট আন্তর্🧔জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন নাদেল। সেখানেই এই কথা বলেন তিনি। এছাড়াও বিদেশি কোচ নিয়ে প্রশ্ন করা হলে ব্যাটে বলে না মেলায় ভিনদেশি কোচ আসেনি বলেও জানিয়েছেন।

নাদেল সরাসরিই বলে দিয়েছেন, যেকোনো টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য দিয়েই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “আসলে কিছু বিষয় আছে। আমরা সরাসরি আসলে বলতে পারি না, বড় দল বা ছোট দল….। আমাদের আসলে সব দলের বিপক্ষে খেলেই আমাদেরকে আমাদের যোগ্যতার 🉐জায়গায় যেতে হবে। এটা যে প্𝓀রতিযোগীতায় নিজেদের সামর্থ্য, নিজেদের মেধা দিয়েই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের সঙ্গী দেশি কোচিং প্যানেল। নেই বিশেষজ্ঞ কোনো ব্যাটিং কোচ। এশিয়া কাপে ব্যাটিং ঘাটতির পর বিষয়টি নি💟য়ে প্রশ্ন উঠেছ🥂ে। এই বিষয়ে তিনি বলেন, বিদেশি কোচ আনার সবধরনের চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, “আমাদের তো আসলে চেষ্টার কোন🐻ো ক্রুটি ছিল না। আমরা বিভিন্ন বোর্ডের সাথে কথা বলেছি, ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করেছি, আমরা এজেন্টদের সহায়তা নিয়েছি। কিন্তু আমরা যাদেরকে পেয়েছি আমাদের যে চাহিদা তার সঙ্গে মেলে নাই।”

তিনি আরও যোগ করেন, দেশি কোচদের অধীনেই বাড়ছে ক্রিকেটারদের পারফর্মেন্সের ধার। বলেন, “আমাদের দেশের যে কোচ আছে তাদের উপরেই নির্ভর করে এ꧅ই আসরটা ছাড়া পিছনের দিকে গত দুই তিন বছরে পারফর্মেন্সে যদি দেখি তা খারাপ ছিল না। ধীরে ধীরে সেটা ভালোই হচ্ছিলো। কিন্তু সেটা এই মুহূর্তে আমাদের যেটা বড় আসর ছিল ,আমরা আমাদের সকলের প্রত্যাশা ছিল যে দেশের মানুষের আমরা যারা সংগঠক তাদের প্রত্যাশা ছিল গণমাধ্যমকর্মীদের প্রত্যাশা ছিল, আমরা চ্যাম্পিয়ন হবো।”

টুর্নামেন্টের শিরোপা জিতুক বা না জিতুক, বাংলাদেশ 𝕴লড়াই করবে। এমনটাই আশা ছিল নাদেলের। বিষয়টি ব্যর্থতা হিসেবে স্বীকার করে নিয়েছেন। বলেন, “পারবো কি- পারবো না, সেটা পরের বিষয়। কিন্তু ফাইটিংয়ে যেন থাকি। এটা আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা।”

Link copied!