সিরিজের🧔 তৃতীয় ম্যাচে আর কোনো অঘটন ঘটতে𝓀 দেয়নি নিউজিল্যান্ড। সংযুক্তর আরব আমিরাতকে ৩২ রানে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিয়েছে টিম সাউদির দল।রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৬৬ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১৩৪ রান তুলতে পারে আরব আমিরাত।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজি🐻ল্যান্ড বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল আরব আমিরাত।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কিউইরা। নিউজিল্যান্ডের দুই ওপেনার চাঁদ বো🥀য়েস ও টিম সেফার্ট দলীয় ৩৫ রানের মধ্যে বিদায় নেন। ব্লাক ক্যাপসদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৪ রান। এই জুটি গড়েন উইল ইয়াং ও মার্ক চ্যাপম্যান। তারা দুই জনই হাফ সেঞ্চুরির রানের দেখা পান। ইয়াং ৫৬ রান ও চ্যাপম্যান করেন🍰 ৫১ রান। শেষ দিকে মিচেল স্যান্টনারের ১১ বলে অপরাজিত ২০* রানের সুবাদে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৬৬ রান করে। স্বাগতিকদের হয়ে জুনায়েদ সিদ্দিক নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আমিরাতের ব্যাটাররা কেউ তেমন সুবিধা করতে পারেননি। তারা স্কোর বোর্ডে ৫৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে। মধ্যপ্রাচের দেশটির হয়ে আয়ান আফজাল খানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। আরিয়ানশ শর্মার ব্যাট থে🍎কে আসে ১৬ রান। এ ছাড়া বিশাল হামিদের অপরাজিত ২৪* রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ 😼পর্যন্ত স্বগাতিকরা ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে। এতেই ৩২ রানের জয়ে সিজির জেতে নেয় নিউজিল্যান্ড। সফরকারীদের হয়ে ৩ উইকেট শিকার করেন বেন লিস্টার।