দীর্ঘদিন পর বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন ফরাসি তারকা করিম বেনজেমা। সেক্সটেপ কেলেঙ্কারির কারণে সর্বশেষ বিশ্বকাপের আগে💜 ফর্মে থাকলেও স্কোয়াডে ছিলেন না। বিশ্বকাপে প্রত্যাবর্তনের আসরে ফ্রান্সের প্রথম ম্যাচে খেলতে পারবেন না করিম বেনজেমা। ইনজুরির কারণে তাকে নিয়ে অনিশ্চয়তা আꦯছে ফ্রান্স দল।
২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ܫম্যাচে বেনজেমা খেলতে পারবেন এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
রিয়াল মাদ্রিদের জ𓃲ার্সিতে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বিশ্বকাপের আসরে এসেছেন করিম বেনজেমা। সেই চোট থেকে এখনও ঠিকমতো কাটিয়ে উঠতে পারেননি। ফলে তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
শিরোপা ধরে রাখার মিশনে চোটের কারণে বেশ কয়েকবারই ধাক্কা খেতে হয়েছে ফরাসিꦿদের। বেনজেমার আগে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ক্রিস্টোফার এনকুনকু। এছাড়াও পꦡ্রিসনেল কিমপেম্বেও বাদ পড়েছেন একই কারণে।
দল ঘোষণার আগেই ইনজুরিতে পড়ে বাদ পড়েছিলেন এনগালো কান্তে ও পল পগবা। তাই অনেকটাই তারুণ্য নির্ভর দলের উপরই আস্থা রাখতে হচ্ছে ফরাসি 🤪কোচ দিদ൩িয়ের দেশমকে।