• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এই জয় স্বপ্নে দেখেছি, অবসর নিয়ে বললেন অশ্রুসিক্ত ডি মারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৩:৪৩ পিএম
এই জয় স্বপ্নে দেখেছি, অবসর নিয়ে বললেন অশ্রুসিক্ত ডি মারিয়া
অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তার হাতে। লিওনেল মেসির সঙ্গে চ্যাম্পিয়🐈ন হয়েছেন তিনিও। চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। কোচ স্কালোনির অনুরোধও শোনেননি।

অশ্রুসিক্ত ডি মারিয়া বলে༺ন, ‘এই জয় আগে থেকেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সকলকে সে কথা বলেছিলাম। খুব আনন্দ হচ্ছে।’ ক্যারিয়ারের প্রথমার্ধে আর্জেন্টিনার জার্সিতে ট্রফি জিততে না পারলেও ধীরে ধীরে সময় বদলেছে। গত চার বছরে চারটি ট্রফি জিতেছেন ডি মারিয়া। এই সাফল্যের নেপথ্যের পরিশ্রমকে তুলে ধরেছেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলা⛦র বলেন, ‘দেখে মনে হয় খুব সহজ। ক♑িন্তু এতগুলো ট্রফি জেতা সহজ নয়। আগে তো উল্টো দিকেই থাকতাম। এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। ওরা আমাদের আনন্দ করার এতগুলো সুযোগ করে দিয়েছে। আগের প্রজন্মও ট্রফির যোগ্য ছিল। ওদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভাল লাগত।’

ডি মারিয়াকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন দলের কোꦑচ। কিন্তু পারেননি। তিনি বলেন, ‘ডি মারিয়া আমাদের হয়ে অনেক ভাল ম্যাচ খেলেছে। কিন্তু এই ম💎্যাচটা সেরা ছিল। যখন ওর পা চলছিল না, তখনও ২৫ বছরের তরুণের মতো দৌড়াচ্ছিল। ও একজন কিংবদন্তি। ওকে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু ওকে ফেরানোর কোনও উপায় নেই। আমরা চাইছি, আর একটা ম্যাচ খেলে ডি মারিয়া অবসর নিক। তা হলে ওকে সংবর্ধনা জানানো যাবে। ও এই সম্মানের যোগ্য।’

২০২২ সালের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই ৬০ মিনিট মতো খেলেছেন ডি মারিয়া। তার পরই তুলে নেওয়া হয়েছে তাকে। কিন্তু কোপা ফাইনালে শেষ পর্যন্ত খেললেন। মেসি চোট পেয়ে উঠে যাওয়ার পর আরও দায়িত্ব নিয়ে খেলেন তিনি। শেষ পর্যন্ত আক্রমণ করেন। আরও🌠 একটি ট্রফি জেতেন। তার পরই আর্জেন্টিনার হয়ে ফুটবলকে বিদায় জানান তিনি।

Link copied!